মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালী সহ উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও থেমে থেমে দমকা হওয়া বইছে। সাগর স্বাভাবিক রয়েছে। এদিকে ৭ নং বিপদ সংকেত থাকায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।
পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে কার্গো জাহাজ সহ সকল সরঞ্জাম নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ২৪/১০/২০২৩ খ্রিঃ সকালে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করে চরটি কমিটি গঠন করা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রতিরোধে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার ৩৫ টি মুজিব কিল্লা, ৬০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায় জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে,পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে প্রস্তুতি সভা গ্রহণ করা হয়েছে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে।
উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আব্দুল মোতালেব হাওলাদার,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বাউফল পৌরসভার মেয়র, জিয়াউল হক জুয়েল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.