মেঘনায় রাতে আটক করেছে পুলিশ, দুপুরে ছাড়িয়ে নিলেন চেয়ারম্যান

মো. আনোয়ার হোসেন:

কুমিল্লার মেঘনা উপজেলায় আসামিদের ছাড়িয়ে নিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুক্রবার ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ওমরাকান্দা এলাকা থেকে টহলরত পুলিশ ১টি মোটরসাইকেল, ১টি অটোসহ ৬ যুবককে আটক করে থানায় নিয়ে আসলে দুপুর ১২ টার দিকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিস্তারিত জানতে উপ পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে  কথা বলুন। আটকৃতরা হলেন রাধানগর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ইমন (১৮), রাসেল (১৬), আহাম্মদ (১৬), আবু সাঈদ (১৮), রাব্বি (১৮) হাসান (১৮)।

এ বিষয়ে উপ-পরিদর্শক আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েকদিন যাবত ওমরাকান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়। তাই আজ রাতে আমি এবং আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওমরা কান্দা ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলাম এ সময় একটি মোটর সাইকেল ও অটো আসতেছিল, পরবর্তীতে ইশারা দিয়ে থামিয়ে দেখি ৬ জন ১৬-১৮ বয়সী ছেলে। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান মজিবুর রহমান ওসি স্যারের সাথে কথা বলে চেয়ারম্যান সাহেব প্রয়োজনে যে কোন সময় আটককৃতদের হাজির করা হবে মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে নিয়ে যান। এদিকে ৬ জনের দুজন স্কুল ছাত্র ছিলেন।

এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ওরা আমার এলাকার বাসিন্দা। আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, ওরা ভালো লোক, তাই আমার জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসছি।

বঙ্গবন্ধু পরিষদ নেতা গোপাল কৃষ্ণ দেবনাথ হচ্ছেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী?

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বর্তমান প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন একজন আওয়ামীপন্থি কর্মকর্তা ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এলজিইডি শাখার সভাপতি। তার জন্ম তারিখ ১৯৬৫ সালের ২০ অক্টোবর। সেই অনুযায়ী তিনি চলতি মাসের ১৯ অক্টোবর অবসরে যাবেন।

জানা গেছে, মো. আলি আখতার হোসেনের অবসরের পর এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। কিন্তু গোপাল কৃষ্ণ দেবনাথ একজন কট্টর আওয়ামীপন্থি কর্মকর্তা ও আওয়ামী লীগের একনিষ্ঠকর্মী হিসেবে পরিচিত। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এলজিইডি শাখার সহসভাপতি। এ ছাড়া তিনি কানে কম শোনেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভু্যত্থানের পর তিনি বেশ কয়েকদিন ভয়ে অফিসে আসেননি।

অভিযোগ আছে, তিনি আওয়ামী শাসনামলে শেখ সেলিম ও শেখ হেলালের অত্যন্ত ঘনিষ্ঠ এবং লিটন চৌধুরী ও শাহজাহান খানের ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেন। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তিনি প্রায় সাড়ে পাঁচ বছর গোপালগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, তিনি ক্ষমতাচু্যত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখতেন। ৫ আগস্ট গণ অভু্যত্থানের আগ পর্যন্ত তিনি প্রায়ই শেখ সেলিম, শেখ হেলাল, লিটন চৌধুরী ও শাহজাহান খানের বাসায় এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনকে নিয়ে মিটিং করেছেন। তিনি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন এবং আন্দোলনের শহীদদের কখনো স্বীকার করেন না। যার কারণে গণ অভু্যত্থানের পর কোনো প্রোগ্রামে ও মিটিংয়ে বিষয়টি এড্রেস না করে সবসময় কথা বলেন। এ বিষয়টি নিয়ে এলজিইডিতে সবাই বিব্রত।

জানা যায়, তিনি অফিসে আওয়ামীপন্থি অফিসারদের নিয়ে একটি গ্রম্নপ তৈরি করেছেন এবং আওয়ামীপন্থি অফিসারদের নিয়ে প্রায়ই গোপন মিটিং করেন। তিনি স্থানীয় সরকার বিভাগে কর্মরত আওয়ামীপন্থি অফিসারদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলেন। এলজিইডি সংশ্লিষ্ট মহল জানান, গোপাল কৃষ্ণ দেবনাথকে এলজিইডি’র প্রধান প্রকৌশলী করা হলে আওয়ামীপন্থি অফিসারগণ আরও সক্রিয় হবেন। এতে এলজিইডির কর্মকান্ডে বাধাগ্রস্ত হবে, এলজিইডি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে এতে এলজিইডি’র কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। সংশ্লিষ্ট মহল বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছেন। তাই এলজিইডি’র কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতা ও এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথকে এলজিইডি প্রধান প্রকৌশলী পদে পদায়ন করা সমীচীন হবে না বলে তাদের অভিমত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য