আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই পর্বে ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১ম পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে জমকালোভাবে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এইচ এম শাহরিয়ার কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও পরিবেশ বিজ্ঞানী জাহাঙ্গীর আলম রুস্তম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আলমগীর হোসেন জুয়েল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক ড. আবদুল হাকিম, কবি ও সংগঠক মোঃ লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক অধ্যাপক মাহবুবুর রহমান, কবি ও সংগঠক আহমেদ সাদি, কবি ও সাহিত্যিক মাহবুবুর রহমান, কবি ও সাহিত্যিক দোলা সিদ্দিক, কবি ও সংগঠক ইলিয়াস আহমেদ।

২য় পর্বে সংগঠনটির সভাপতি শাহজাদা রিদ‌ওয়ান- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক ও বহুগ্রন্থ প্রনেতা প্রাকৃতজ শামীম রুমি টিটন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র উপদেষ্টা, কবি ও সংগঠক শাহনাজ পারভীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, এছাড়াও আলোচনক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক মোঃ আমিনুল ইসলাম, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক আবুল কালাম আজাদ, কবি ও সংগঠক জাহিদুল ইসলাম জাহিদ, কবি ও সংগঠক আব্দুল খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর ভূয়শী প্রশংসা করেন, এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবিদের নতুন নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত যোগাবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির সহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কবি ও সংগঠক মোঃ মুজিবুর রহমান। পুরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। সবশেষে আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধিসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংগঠনটিকে নিজস্ব স্বকীয়তা অর্থাৎ জাতীয়তাবাদী চেতনায় এগিয়ে নেয়া, দেশব্যাপী সাংগঠনিক শক্তি বৃদ্ধি , পাক্ষিক সাহিত্য সভা ও শরতকালীণ কবিতা উৎসব আয়োজন, মাসিক সাহিত্য সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকা প্রকাশ।
ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কবি ও সম্পাদক রাজ মাসুদ ফরহাদ। সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় মোট ৩৮ জন কবি ও লেখক বক্তব্য রাখেন। যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, সংগঠনের সহসভাপতি বিশিষ্ট লেখক জামাল উদ্দিন জামাল, সহসভাপতি বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. আলো আরজুমান্দ বানু, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কবি শান্তা মারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, প্রকাশনা সম্পাদক মঈন মুরসালিন, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শাওন আজগর, জেসমিন দীপা, আবুল খায়ের, হাসান কামরুল, মোহাম্মদ কুতুবউদ্দিন, শাহিন রিজভী, রি হোসাইন , দিপাশ আনোয়ার, শাওন আশরাফ, জালাল খান ইউসুফী, রবিউল মাশরাফি , আলম বাঙ্গালী, এটিএম ফারুক আহমেদ, এম এম শাহানুর, জোসেফ জাহাঙ্গীর, আলমগীর সরকার লিটন, নুরুল হোসেন কাইয়ুম, খালেদা সরদার, নিয়াজ আহম্মেদ, সরকার হুমায়ুন, আতিকুজ্জামান খান, পায়সার আলী, সালাহউদ্দিন তুহিন, পরিমল বন্ধু বসাক, জাবেদ পাটোয়ারী, মতিউর রহমান, শোভা চৌধুরী, আবিদ আনোয়ার খান, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আজিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, লেখক ফোরামের যাত্রা একটি আদর্শের যাত্রা। এ যাত্রায় যারা সাথী হবেন তারা নিশ্চিত ভাবে একটি পরিবারে পরিণত হবেন। যে পরিবারের বন্ধন আমৃত্যু অটুট থাকবে।
সাধারণ সম্পাদক কবি ড. শহিদ আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে।
বিশেষ অতিথি কবি রাজ মাসুদ ফরহাদ লেখক ফোরামের সাথে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, লন্ডনে সংগঠনের দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নেবেন। তিনি বলেন, আগামী একমাসের মধ্যে জাতীয়তাবাদী লেখক ফোরামের ইউকে শাখা গঠিত হবে।
অনুষ্ঠানে প্রবাসী কবি রাজ মাসুদ জাতীয়তাবাদী লেখক ফোরামের সদস্য ফরম ক্রয়ের মাধ্যমে সদস্য ফরম বিক্রয়ের কর্মসূচি উদ্বোধন করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের