স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাবেক কর্মকর্তা
সহিদ অবৈধ উপায়ে টাকা উপার্জন করে গড়ে তুলেছে টাকার পাহাড় নির্মাণ করেছে সিলেটে বাড়ি।
সিটি কর্পোরেশনে নিন্ম পদে চাকুরি করা সহিদ টাকার উৎস এখন সকলের কাছে প্রশ্নবিদ্ধ।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর চলাচল সকল কর্মকাণ্ড ও সম্পদের হিসাব অবৈধ টাকা উপার্জনের বার্তা দেয়। যিনি কিছু বছর আগেও সংসার চালাতে হিমসিম খেতেন এখন তিনি কেবল সচ্ছল না, হয়ে উঠেছেন কোটিপতি।
বিভিন্ন উপায়ে জানা যায়,তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তদবির ও ঘুষ বানিজ্যেয়ের কাজে লিপ্ত থেকে অবৈধ ভাবে কোটি কোটি টাকা উপার্জন করে সামান্য ক্লিনার থেকে হয়ে উয়ে উঠেছে কোটিপতি। তাঁর মাসিক বেতনের সাথে তাঁর উপার্জিত সম্পদ যেনো রুপকথার গল্পের মতো। তার অপকর্মের জন্য চাকুরি চলে গেলেও দখলে ঠিকই রয়েছে সরকারী কোয়ার্টার
দক্ষিণ সিটি কর্পোরেশন শহিদ চতুর্থ শ্রেণী কর্মকর্তাকে চাকুরীর থেকে বের করে দিয়েছে এখনো সেই সরকারি কোয়ার্টারে থাকে এই ব্যাপারে শহীদ কে সাংবাদিক মুঠো ফোনে জানতে চাইলো আপনার তো চাকুরী নেই আপনি কিভাবে সরকারি কোয়ার্টার থাকতে পারেন এমন প্রশ্ন করতেই সে সাংবাদিককে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.