দেবীগঞ্জে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে আব্দুস সামাদ (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বোডিংপাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সামাদ বোডিংপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ পেশায় একজন নার্সারীর চারা বিক্রেতা। তবে তিনি নিয়মিত নদীতে পাখি শিকার করতেন। আজ ভোরে পাখি শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে নদীর উদ্দেশ্য রওনা দেন। চরে কাজ করতে যাওয়া কৃষকেরা নদীতে পেতে রাখা ফাদের কাছে হাটু পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরিবার এবং এলাকাবাসী জানায় সামাদ দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান।

এসময় রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এবং হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান বলেন, বিজিবি সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি