আলী রেজা রাজু,ঢাকা- :
সাভারের হেমায়েতপুর সিঙ্গাইর সড়কের হেমায়েতপুরের ফ্রুটওভার ব্রিজের পাশে ইউটার্নে ও ফলপর্ট্রি থেকে আশা প্লাজার সামনে পযর্ন্ত মহাসড়কে চাদাবাজি সিন্ডিকেটের মূলহোতা দুই রফিক দ্বারা নিয়ন্ত্রিত রহিম,রিপন,রাশেদসহ কয়েকজন যুবক হাতে লাঠি সোঠা নিয়ে অটোরিকশা,ইজিবাইক থামিয়ে চাঁদা আদায় করে করেন। ইজিবাইক প্রতি ৫০ টাকা দিন, মাসিক ৩০০ টাকা হারে (সংকেতিক চিহ্ন) বিশেষ স্টিকার দিয়ে,অটোরিকশা প্রতি ৩০ টাকা মাসিক ২০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে এই রাস্তা দিয়ে প্রায় হাজার পাঁচেক অটোরিকশা ইজিবাইক চলাচল করে। ইতিপূর্বে তাদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজিসহ র্যাবের সাথে মারপিটের অভিযোগে র্যাব সদস্য বাদি হয়ে আদালতে বিচারধীন মামলা চলমান রয়েছে। এ তথ্য নিশ্চিত করতে
সরেজমিন অনুসন্ধানে দেখা যায় তারা কয়েকজন চাঁদাবাজ হাতে লাঠি সোটা নিয়ে অটোরিকশা থেকে টাকা আদায় করতে।না দিলে কয়েকজন মিলে রিকশার সামনে দাড়িয়ে গতিরোধ করে ও প্রভাব খাটিয়ে টাকা আদায় করে, মাঝে মধ্যে চালকদের সঙ্গে মারপিটের ঘটনাও ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি অটোরিকশা ইজিবাইক চালকের সাথে কথা বললে তারা জানায় দিন ৫০ টাকা মাসে ৩০০ টাকা দিতে হয় আরো অভিযোগ করেন আমি ৫বছর ইজিবাইক চালায় তারা চাঁদাবাজি করে আজ পযন্ত দেখলাম না কোন সাংবাদিক ভিডিও করতে। পুলিশ দাড়িয়ে থাকে ওরা (চান্দা নেয়) পুলিশ কিছু বলে না আরো সহযোগিতা করে। টাকা না দিলে কি করে জানতে চায়লে জানান স্ট্যান্ডে গাড়ি চালাতে দেয় না। আরেক ইজিবাইক চালক জানান এই টাকা বড় নেতারা সবাই ভাগ পায় বলে মন্তব্য করেন।
সরেজমিনে অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে।
এ বিষয়ে হেমায়েতপুরের ট্রাফিক ইনর্চাজ (টিআই) রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সাভার সার্কেল) এর কাছে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এধরণের কিছু যদি ঘটে তাহলে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.