এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম সহ দুই জুয়াড়িকে গ্ৰেপ্তার করেছে বোদা থানা পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সারে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লার নেতৃত্বে মাড়েয়া ইউনিয়নের গুচ্ছগ্ৰাম নতুন বস্তি গ্ৰামের করতোয়া নদী সংলগ্ন জুয়ার আসরে অভিযান পরিচালনা করে বোদা থানা পুলিশ।
অভিযানে, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ১শত টাকা সহ রতন কুমার রায় (৪৯) ও মোঃ দুলাল হোসেন (৫৩) নামে দুই জুয়াড়িকে গ্ৰেপ্তার করা হয়।
রতন কুমার রায় দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট কাটনহারী এলাকার উমেশ চন্দ্র রায়ের ছেলে এবং মোঃ দুলাল হোসেন মাড়েয়া শিকারপুর এলাকার মৃত সহিমদ্দীনের ছেলে।
জুয়াড়ি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, গতকাল দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দুই জুয়াড়িকে গ্রেপ্তারকরা হয়।পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.