টেকনাফে সালিশি বৈঠকে এক বৃদ্ধকে ইট ছুঁড়ে হত্যার অভিযোগ

 

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে হাঁটার চলাচলের রাস্তার বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ইট ছুঁড়ে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ।

নিহত বৃদ্ধ হচ্ছেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়ার হোসন আলীর ছেলে আব্দুস সালাম(৭০)।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় ভিকটিমের বসতঘরের উঠানে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই নুরুল ইসলাম।

তিনি বলেন,বসত-বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই নিহত আব্দুস সালাম ও আমার জেঠাতো ভাই আব্দুস শুক্কুরের মধ্যেই হাটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে।

এ বিরোধ নিষ্পত্তি’র জন্য স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গসহ শনিবার সকালে আমার ভাইয়ের বসতঘরের উঠানে একটি বৈঠক করা হয়।
এসময় আব্দুস শুক্কুর ও তার ছেলে আব্দুল্লাহসহ কয়েজন মিলে সালিশ চলাকালীন সময় ইট ছুঁড়ে মারে। এক পর্যায়ে আব্দুস সালামের মাথায় ইট পড়লে সে ঘটনাস্থলে পড়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,হাটার চলাচলের রাস্তা বিরোধের জের ধরে নয়াপাড়া এলাকায় এই হত্যাকান্ডটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।এবং লাশটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি।তবে তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে ওসি জানায়।

কুমিল্লা বরুড়া উপজেলায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লা বরুড়া উপজেলায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বেসরকারি শিক্ষক ও শিক্ষিকারা প্রতিবাদী কন্ঠে বক্তব্যে বলেন বরুড়া উপজেলায় ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের, প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে বঞ্চিত না করে বৃত্তি পরীক্ষা দিয়ে মেধা বিকাশে পরিকল্পনা করুন এবং কোনো প্রতিষ্ঠানের ভিত্তিতে নয়।

বক্তারা আরো বলেন কিন্ডারগার্টেন সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া উচিত মনে করি।

২১শে জুলাই সোমবার দুপুর বারটায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার। হরিপুর দারুস সালাম কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, মর্ডান কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা তরুণ কুমার আচার্য, মহেশপুর এস এ হামিদ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেন, সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া শিশু বিকাশ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মাহফুজুল হক, বরুড়া অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোঃ নাছিম আলম মজুমদার, অশ্বদিয়া মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আমির হোসেন, শশাইয়া শফিউদ্দিন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ওয়াহিদুল ইসলাম, বরুড়া আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলাম, বড় হরিপুর আল আরাফা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মোঃ মামুনুল আহসান, সরাপতি হাজী আবদুল মমিন একাডেমি প্রতিষ্ঠাতা পলাশ ভৌমিক সহ ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

বরুড়া উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা হুশিয়ারী করে বলেন আমাদের দাবি না মানা হলে অচিরে আমরা রাজপথে নামবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের