আল-আমীন মল্লিক শ্যামল :
নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পর সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
সদ্য বদলি হওয়া ওসি গোলাম মোস্তফা এবছর ১১ জানুয়ারি যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানায়। দীর্ঘ ১১ মাস দ্বায়িত্ব পালন শেষে তিনি একই জেলার বন্দর থানায় যোগদান করেন।
সোমবার (১১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন সদ্য যোগদানকৃত মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিষয়টি দৈনিক সবুজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.