এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো
পহেলা জানুয়ারি ২০২৪(সোমবার), বাদে আসর উদ্বোধন হলো ইউনাইটেড কার সেন্টারের ব্যাতিক্রমধর্মী নতুন - পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ির শোরুম। এটি ১৬৫৯/এ, পি.সি.(পোর্ট কানেক্টিং) রোড,তাসফিয়া কমিউনিটি সেন্টারে বিপরীতে অবস্থিত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি ফরিদ উদ্দীন শাহেদ, খতিব ভিআইপি টাওয়ার জামে মসজিদ এবং মুহতামিম, আল হাসনাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কার সেন্টারের পরিচালক মো: আমানত উল্লাহ, তিনি বলেন যুগোপযোগী ও মান সম্মত নিত্য নতুন, বিভিন্ন মডেলের নতুন - পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে চট্টগ্রামসহ সারাদেশের গাড়ি প্রেমী মানুষের জন্য আমাদের এই অগ্রযাত্রা। এছাড়া পোর্টের বিভিন্ন অকশেন কিংবা নিলামের গাড়ি সারা দেশের মানুষ খুব সহজে ক্রয় বিক্রয় করতে পারবে। পাশাপাশি(এক্সচেঞ্জ) পুরাতন গাড়ির বিনিময়ে আরো আপডেট গাড়ি সংগ্রহের সুযোগও রয়েছে। গ্রাহক যাতে কোনোভাবে প্রতারিত না হয়, সেই বিষয়ে আমরা সব সময় তৎপর রয়েছি। অন্য পরিচালক মো: সেলিম ও মো: মইন উদ্দীন বলেন সর্বস্তরের মানুষ যাতে ব্যাক্তিগত গাড়ী ব্যবহার করতে পারে, তার জন্য আমরা বিভিন্ন বাজেটের গাড়ি ক্রয় বিক্রয়ের সুযোগ রেখেছি। এছাড়া আরো যারা উপস্থিত ছিলেন আলফা এম্বুলেন্সের পরিচালক মো: হাবিবুল্লাহ, চট্টগ্রাম প্রেস ও প্রিন্টিং সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম বন্ধন সমিতির সভাপতি মোহাম্মদ মনির, মেট্রো ক্লাব অব চট্টগ্রামের অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ সাবের হোসেন, মোহাম্মদ আবুল বশর, মাহফুজুর রহমান, বিভিন্ন ব্যবসায়ী ও সর্বস্তরের গাড়ী প্রেমী গ্রাহক প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.