অনলাইনে আলোচনায় এখন ওমার ফারুক রুদ্র ও মোহাম্মদ রিফাত এর মেন্টাল গ্যাং স্পামিং টিম

স্টাফ রিপোর্টার:

ওমর ফারুক রুদ্র ও মোহাম্মদ রিফাত, একজন তরুণ সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। সম্প্রতি তারা তাদের অনলাইন কার্যক্রমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের এক পরিচিত নাম হয়ে ওঠেন।

ওমর ফারুক রুদ্র নারায়ণগঞ্জ সোনারগাও এ ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেনএবং মোহাম্মদ রিফাত ঢাকা শনি আখরায় ২০০৬ সালে জন্মগ্রহণ করেন।ওমর ফারুক রুদ্র ঢাকা ধানমন্ডি আইডিয়াল কলেজে অধ্যায়নরত অবস্থায়,তিনি অন্যদের মতোও বড় কিছু করতে স্বপ্ন দেখেন। তার এ প্রয়াসের প্রতিফলন হিসেবে শুরু করেন অনলাইনে সাধারণ ইউজারদের প্রটেক্ট করা থেকে।পরবর্তীতে ধারাবাহিক ভাবে বই লেখনী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করাও বেশ নজর কাড়ে।

মেন্টাল গ্যাং স্পামিং টিমের মোডারেটর মোহাম্মদ রিফাত আমাদের বলেন যে “আজ আমরা সবকিছুই সহজেই পেয়ে যাচ্ছি। আমরা কয়েক মুহুর্তের মধ্যে বিশাল দূরত্বের পর ও এক জায়গা থেকে অন্য যোগাযোগ করতে পারি। আমরা যখন কিছু কিনতে চাই তখন আমরা বাড়ি থেকে অর্ডার করতে পারি।সবকিছু আমাদের হাতে থাকা সত্ত্বেও আমাদের অনলাইন ক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে হয়।

আমাদের বাস্তবিক জীবন যেমন আমাদের সম্পত্তি চুরি হওয়ার ভয় থাকে এবং আমরা আমাদের বাড়ি-ঘর ও অন্যান্য সম্পদ সংরক্ষণ করার জন্য তালা ব্যবহার করি, একইভাবে নিজেদেরকে অনলাইন চোর হতে নিরাপদ করার জন্য অনলাইনের তালা বা নিরাপত্তা বিষয়ে জানতে ও সচেতন হতে হবে।”

জানা গেছে,এ টিমের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রুদ্র ও সিনিয়র মোডারেটর মোহাম্মদ রিফাত সহ পুরো টিমের প্রচেষ্টায় আজ ইগল পাখির নেয় পুরো ভার্চুয়াল জগতকে নজরদারিতে রেখেছে তারা।ফলে ভুক্তভোগীদের করা অভিযোগ ও নিজেদের কার্যক্রম খুব সহজেই করতে পারছেন।তাই বর্তমানে স্পামিং গ্রুপ বা অনলাইন বিশেষজ্ঞদের কারণে কিছুটা হলেও নিশ্চিন্তায় সাধারণ মানুষ দাবড়ে বেরাচ্ছে পুরো ভার্চুয়াল জগত।

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষার জন্য দৌড়

স্টাফ রিপোর্টার:

সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহবানে তরুনদের অনুপ্রাণিত করতে ভার্চুয়াল মোডসহ একটি রানিং ইভেন্টের আয়োজন করছে সামাজিক ফিনটেক নেটওয়ার্ক ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। বাংলাদেশের মানুষের ইতিবাচক গল্প বিশ্বব্যাপী প্রচারে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আসন্ন মে মাসের ১০ তারিখে হাতিরঝিল থেকে শুরু হবে ‘হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান-২০২৪’। আয়োজনের সাথে ফিটনেশন ও দৌড় নামে দুটি লাইফস্টাইল ব্রান্ড সম্পৃক্ত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফিট নেশন হলো স্বাস্থ্য ও ফিটনেস প্রচারণা, ম্যারাথন দৌড়, সাপ্তাহিক ব্যায়াম ক্যাম্প, এবং বাংলাদেশীদের অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের ফিট থাকার লক্ষ্য প্রচারের জন্য একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম।
এবারের আয়োজনে সহজ ডটকম, গ্লোবাল হেলথকেয়ার সেন্টার, রিচার্জ ইলেক্ট্রোলাইট বেভারেজ, টোটাল টুলস বাংলাদেশ, পাকেলো লুব্রিকেন্টস, মি নুডলস, নিউট্রি প্লাস, নেসলে গোল্ড কর্নফ্লাক্স, শক্তি প্লাস, রেভো, জেসিআই ঢাকা সিগনেচার, আসুস, সানকুইক বাংলাদেশ এবং AASEPS নর্থ সাউথ ইউনিভার্সিটি , সাউথ ঢাকা সাইক্লিস্ট সহযোগিতা করছে।
আসন্ন ম্যারাথন সম্পর্কে ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরান ফাহাদ বলেন, সোশ্যাল নেটওয়ার্কটি একটি সবল জাতি গঠনের জন্য যুবকদের মাঝে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সংগঠিত করছে।
তিনি বলেন, আসন্ন ম্যারাথনে, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় এবং চতুর্থ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সকলের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার অভিগম্যতা বাড়ানোর আহ্বান জানাব। আমরা ডিজিটালভাবে সংযুক্ত করার মাধ্যমে আউটিং এবং খেলাধুলায় তরুনদের অনুপ্রাণিত করছি ফিটনেশন অনলাইন কমিউনিটির মাধ্যমে।
আসন্ন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রানে, সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার লাইভ সেগমেন্ট ছাড়াও ম্যারাথনে দূরে থেকে অংশগ্রহণের জন্য ভার্চুয়াল রানের বিকল্প রাখা হয়েছে।
যে কোন জায়গা থেকে যে কেউ নিজ নিজ জায়গা থেকে দৌড়ে অংশ নিতে পারে। অংশগ্রহণকারীদের স্মার্ট ঘড়ি বা মোবাইল থেকে রিপোর্ট দিয়ে প্ল্যাটফর্মের সাথে অংশগ্রহন করতে পারবে বলে জানান ইমরান ফাহাদ

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম