বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্টিত

 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটের বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ রবিবার (২৮ জানুয়ারি) উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের গ্রাসসহ-বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক শত নারী-পুরুষ ও উৎসুক শিশুরা উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নামের ঘোড়া নিয়ে মালিকরা সকাল ৯টা থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অংশ নেন। সেই প্রতিযোগীতায় অংশ নেয় মেসি, নেইমার, টাইগার, সোনারতরী, বিজয়সিং, লালনশাহ ও মায়ের দোয়া নামের প্রায় শতাধিক ঘোড়া।

দর্শনার্থীরা জানান, গ্রামেগঞ্জে এখন আর ঘোড়া চোখেই পড়ে না। আমরা এখন নানা ধরনের বাহন ব্যবহার করি। এক সময় গ্রামীণ জীবনে পছন্দের বাহন ছিল ঘোড়া। কম বেশি সকলেই ঘোড়া ব্যবহার করতেন। গ্রামে গ্রামে হতো ঘৌড়দৌড়। এটাকে কেন্দ্র করে বিরাজ করতো উৎসবের আমেজ। দীর্ঘ দিন পর গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে পেরে সকলেই আনন্দিত।
আয়োজক কমিটির সদস্য রকিব মিয়া জানান, দীর্ঘদিন পর আমরা গ্রামবাসী ঐতিহ্যেও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এতে পুরনো দিনের সেই আনন্দ-আমেজ ফিরে পেয়েছি

রায়হান হত্যা এসআই আকবর জামিনে মুক্ত

রায়হান হত্যা এসআই আকবর জামিনে মুক্ত

সিলেট সংবাদদাতা:

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) বিকেলে হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার ২ থেকে মুক্ত হন তিনি। কারাগার সূত্রে জানা গেছে, এসআই আকবর প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হলে গত ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন।

জানা গেছে, পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় ঘোষণা চলছিল। তার মাঝে প্রধান আসামি এসআই আকবর জামিন পেলেন। এ মামলার আরেক আসামি আশিক এলাহীও দু-একদিনের মধ্যে জামিন পেতে পারেন। এ ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। নিহত রায়হানের মা বলেন, মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি যে কোনো সময় দেশ ছাড়তে পারেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ আমাদের কাছে পৌঁছায়। রোববার আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকেই আকবরকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন- সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় আবদুল্লাহ আল নোমান (৩২)।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের