দুর্গন্ধযুক্ত গরুর মাংসে কাপড়ের রং মিশিয়ে করা হয় তাজা

আলী রেজা রাজু,:

রাজধানীর সাভারের হেমায়েতপুর মোল্লা মার্কেটে দূর্গন্ধযুক্ত গরুর মাংসে কাপড়ের রং (টেক্সটাইল কালার) ও সাথে দূর্গন্ধযুক্ত রক্ত মানুষ চক্ষুর অন্তরালে মিশিয়ে সতেজ তৈরি করা হয় এবং সেগুলো মাংসের দোকানে তাজা মাংসের সাথে মিশিয়ে বিক্রি করা হয়। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান নেমে দেখা যায়।হেমায়েতপুরের গরুর মাংস বিক্রিতারা গোডাউনে খাওয়ার অউপযোগী গরুর মাংস ফ্রিজিং করে রাখে।
খাওয়ার অউপযোগী দূর্গন্ধ গরুর মাংসে দূর্গন্ধযুক্ত রক্ত ও কাপড়ের রং মিশাতে দেখা যায় এবং তারা নিয়মিত এগুলো করে ভোক্তাদের কাছে বিক্রি করে আসছে বলে সীকারক্তি প্রদান করেন। এবিষয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উক্ত এলাকায় দায়িত্বরত শিল্প নগরীর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লাকে অবগত করলে তিনি জানান এটা পরিবেশের কাজ।
প্রসাশনের অবহেলা ও
বাজারে যাথার্থ্য তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এরূপ প্রতারণা করে মানুষের জান-মালের ক্ষতিসাধন করছে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ৭ জন আহত

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১:৪৫ মিনিটে উপজেলার সিদ্বেশরী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গনাইসার গ্রামের আমিনুল ইসলাম (৩২) রুপক চোকদার(৪২), রাকিব কবিরাজ (৩০) ও সজিব চোকদার(৩৪)। অপর পক্ষের মান্দ্রা গ্রামের মাসুম শেখ(৩৬),দিপু মজুমদার (৪০) ও শিপন শেখ।

স্থানীয়রা জানায়, টঙ্গীবাড়ী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক গনাইসার গ্রামের সুমন চোকদারের সাথে একই গ্রামের আমিনুল চোকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগেও দুই গ্রুপ তর্কে জড়িয়ে ছিলো তবে হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আজ(শনিবার) দুপুরের দিকে আমিনুল ইসলাম সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদারের পক্ষ নিয়ে পাচগাও ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন শেখ লোকজন নিয়ে আমিনুলদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসলে স্বপন শেখ তার লোকজন নিয়ে পালিয়ে যায়।

আহত আমিনুল এর বোন জুই আক্তার জানান, আজ সকালে আমার দাদার জানাজা শেষে আমার ভাই সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদার ও স্বপন শেখ আমার ভাই কে মেরে আহত করে।ছোট ভাই কে রক্ষা করতে আমার আরেক ভাই রুপক,আমাদের আত্বীয় রাকিব ও সজিব কে মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসী আমার ভাইদের টঙ্গীবাড়ী জেনারেল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় টঙ্গীবাড়ী থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রেফার করে অবস্থা মারাত্মক হওয়ায় চিকিৎসক মুন্সীগঞ্জ থেকেও তাদের কে ঢাকা মেডিকেলে রেফার করে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা স্বপন শেখ জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ টি মিথ্যা। আওয়ামী লীগের লোকজন আমাকে এবং আমার লোকজন কে আমাদের বাজারে এসে মারধর করে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়ে এলাকা শান্ত করি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য