প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী প্রশিক্ষণার্থীদের ইফতার ও সনদ প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়ে ২০২৩-২০২৪ ইং সালের প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান ও ইফতার অনুষ্ঠান ২৯ শে মার্চ (শুক্রবার ) বিকাল ৫ টায় আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টারের উপদেষ্টা ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)
বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর উপদেষ্টা মোঃ মনির হোসেন (মুন্না) উপস্থিত ছিলেন, মোঃ ইমাম হোসেন(ইমন) স্টাফ রিপোটার বাংলাদেশের আলো,সাংবাদিক মেরিনা,মোঃ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, মোঃ আমিনুল ইসলাম (বুলবুল) পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার রামপুরা শাখা।ইয়াসমিন আক্তার পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত পাঠ করেন মাহদী হাসান এবং সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী আপনাদের স্বাস্থ্য সেবায় অবদান কম নয়। বক্তারা , সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান।

অস্বচ্ছ ও অদক্ষদের পরিচালনায় গুচ্ছ চায় না জবিশিস

 

উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি:
গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য ১০ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (২০ জানুয়ারি) শিক্ষক লাউঞ্জের নিচতলায় সাংবাদিক সম্মেলন করে এ দাবি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গতকাল ১৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জবিশিস শিক্ষকদের মতামত এর প্রতি শ্রদ্ধাশীল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্ব-কীয়তা রক্ষা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা কমিয়ে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং ছাত্র-ছাত্রীদের হয়রানি রোধের জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ঘোর আপত্তি জানিয়েছে এবং সভায় গৃহীত শর্তসমূহ পূরণের ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর যথাযথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে শিক্ষকদের দাবিসমূহ হলো
১.মহামান্য রাষ্ট্রপতির আকাঙ্খা অনুযায়ী আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এনটিএ গঠনের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে।
২. ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির সকল প্রক্রিয়া শেষ করে সকল পাবলিক বিশদ্যালয়ের ক্লাশ একই দিনে অর্থাৎ ১ জুলাই ২০২৪ এর মধ্যে শুরু করতে হবে।
৩.পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর ও মেধাক্রম প্রকাশ করতে হবে। একই সাথে ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও মাইগ্রেশন এর জটিলতা নিরসনপূর্বক ছাত্র হয়রানি বন্ধ করতে হবে।
৪. আর্থিক স্বচ্ছতার জন্য সকল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষদের সমন্বয়ে শক্তিশালী একটি নিরীক্ষা টিম গঠন করে ২০২০-২১, ২০২১-২২, ত্রবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের আয় ও ব্যয়ের নিরীক্ষা কার্য সম্পন্ন করে অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের নিকট প্রকাশ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতোপূর্বে পাওনা টাকা বুঝিয়ে দিতে হবে।
৫. দেশের সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য আলদা আলাদা গুচ্ছ করতে হবে।
৬. ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসুত্রিতার কারণে শিক্ষার্থীদের আসন সংখ্যা পূর্ণ হচ্ছে না ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা সমভাবে ক্ষতিথন্ত হচ্ছে। তাই শিক্ষার্থীদের আসন সংখ্যা অনুযায়ী ভর্তি পূর্ণ করতে হবে ।
৭. ভর্তির আবেদন ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে।
৮. ভর্তি আবেদন ফি ব্যতীত শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন, মাইগ্রেশন, ভর্তি বাতিল বা অন্য কোনো কারণে অর্থ প্রদান করবে না, তা নিশ্চিত করতে হবে।
৯.গুচ্ছভুক্ত ২২টির মধ্যে আসন সংখ্যা অনুযায়ী অর্থ বরাদ্ধ না করে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবেদনের সংখ্যা অনুযায়ী অর্থ প্রদান করতে হবে।
১০. পরীক্ষা পরিচালনার জন্য বিভিন ব্যয় নির্বাহের জন্য এবং এর স্বচ্ছতার জন্য একটি সুস্পষ্ট আর্থিক নীতিমালা প্রণয়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন বলেন, “আমরা শিক্ষক সমিতি কখনোই গুচ্ছের পক্ষে না। আমরা গুচ্ছে যেতে চাই না। বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র আইন দিয়েও ইউজিসি বারবার গুচ্ছ চাপিয়ে যাচ্ছে। এবার স্বতন্ত্র পরীক্ষায় আমরা এবার যেতে না পারলেও গুচ্ছের মূল্য লক্ষ আর স্বচ্ছতা নিশ্চিতে আমাদের শর্তগুলো মানার জন্য আমরা জোড় দাবি জানাচ্ছি।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্বার বিজয়ে ঈর্ষান্বিত হয়েই কিছু মহল আমাদের উপর বারবার অস্বচ্ছ ও অদক্ষদের পরিচালনায় গুচ্ছ পরীক্ষা চাপিয়ে দিচ্ছে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ায় ফেরত আসতে। যদি এবার গুচ্ছতে থাকতেই হয় তবে উপরোক্ত শর্তসমূহ পূরণ করে স্বচ্ছতার সাথে গুচ্ছ ভর্তি পরিচালিত হউক।”

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি