ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

মো: মহসিন:

পেশাদার সাংবাদিকদের সংগঠন  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তাদির অনিক এবং ৪৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রান ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।
অন্যান্য পদের জয়ী হয়েছেন- সহ-সভাপতি আলী ইমাম সুমন, ‍যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো: সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন (ফ্লোরা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ আবু ইউসুফ, শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মাশরেকা জাহান।

তারাকান্দায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ  

মাসুদ মিয়া তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর আওতায় কৃষক ক্লাবের মাঝে কৃষি উপকরণ আজ রবিবার কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৈাশলী(এলজিইডি)শফিউল্লাহ খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল হক,উদ্ভিদ সংরক্ষন অফিসার আনিছুর রহমান.উপ-সহকারী কৃষি অফিসার রুবি বেগম প্রমূখ।কৃষি উপকরণের মধ্যে ছিল,এসি আই ভুট্টা মাড়াই যন্ত্র-৩ টি,হ্যান্ড স্প্রেয়ার-১০ টি,পাওয়ার স্প্রেয়ার-৮টি,ফুড স্প্রেয়ার-১০ টি। কৃষি উপকরণ গ্রহন করেন কৃষক ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ও কৃষক হালিম,কামাল হোসেন। তারাকান্দা উপজেলা ১০ ইউনিয়নে একটি করে কৃষক ক্লাব গঠন করা হয়েছে। প্রতি কৃষক ক্লাবে ৩০ জন কৃষক নেয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম