মেহেরপুর প্রতিনিধিঃ
আজ শনিবার পুকুরে গোসল করতে গিয়ে মুজাহিদ নামে এক শিশুকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করবেন হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা স্থানটি পর্যবেক্ষণ করেন ও দ্রুত প্রথম চিকিৎসা শুরু করেন।
শিশুটিকে দংশন করা সাপটি রাসেল’স ভাইপার বা বিষধর কোনো সাপ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুপ্রভা রানী এই তথ্য নিশ্চিত করেছেন।
মুজাহিদ উপজেলার ধানখোলা গোরস্থানপাড়া এলাকার তুহিনের ছেলে
সে জানায়, আজ শনিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে স্থানীয় একটি পুকুরে গোসল করে ডাঙ্গায় ওঠার সময় একটি সাপ ছুটে এসে তার বাম হাতের কবজিতে কামড় দেয়। কামড় দিয়ে পালিয়ে যায় এটি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার বলেন, এই সময়ে সাধারণত সাপের উপদ্রব বাড়ে। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে ঝোপ—ঝাড় পরিষ্কার করার পাশাপাশি ঘরের মধ্যে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার, কার্বোলিক অ্যাসিড বা সাপ তাড়ানো অন্যান্য উপকরণ ছিটিয়ে দিতে হবে। যারা কৃষি কাজের সঙ্গে জড়িত তারা কৃষি ক্ষেতে যাওয়ার সময় হাতে লাঠি নিতে হবে। তবে, মনে রাখতে হবে সব সাপ কিন্তু বিষধর নয়। কিছু সাপ আছে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে থাকে। তাই সাপ মারা থেকেও বিরত থাকতে হবে। এছাড়া সাপ থেকে আতঙ্কিত না হয়ে সামাজিকভাবে বৃদ্ধি করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.