শাহ আলম:
কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক রোহিঙ্গা বন্দির মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তির নাম সৈয়দ আলম (৫০)। মঙ্গলবার (২৫ জুন) রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬)জুন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, সৈয়দ আলমের মরদেহটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।
মৃত সৈয়দ আলম ছগির রহমানের ছেলে। তিনি ড্রাই গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বলেন, সৈয়দ আলমের গ্যাংগ্রিন (ঘা) ছিল। এই রোগের চিকিৎসার জন্য ৯ জুন তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।
কারাগার সূত্রে জানা গেছে সৈয়দ আলম কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা শিবিরে একটি হত্যা মামলার আসামি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.