ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগে শতভাগ জিপিএ ৫

এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এবার বিজ্ঞান বিভাগে শতভাগ জিপিএ ৫ এসেছে। সব বিভাগ মিলিয়ে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ঢাকার ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ ধরে রেখেছে তার ইতিহাস। এবারও প্রতিষ্ঠানটিতে এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৯১ শতাংশ। গত বছরের তুলনায় এবার ঢাকা কলেজে পাসের হার বেড়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার ঢাকা কলেজ থেকে এইচএসসিতে অংশ নেয় ১ হাজার ১৬৭ জন। যেখানে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১১৪৭ জন।

এবছর ঢাকা কলেজরে বিজ্ঞান বিভাগ থেকে ৯১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে কৃতকার্য ৯১৫ আর অনুপস্থিত রয়েছে ২ জন, অকৃতকার্য হয়েছেন ১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৯১৫ পরীক্ষার্থী।

বাণিজ্য বিভাগ থেকে ১২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে কৃতকার্য হয়েছে ১২৪ জনই আর জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন পরীক্ষার্থী।

মানবিক বিভাগ থেকে ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে কৃতকার্য হয়েছে ১২১ জন আর অনুপস্থিত রয়েছে ২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন পরীক্ষার্থী।

ফলাফলের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, এ অভাবনীয় সাফল্যের অংশীদার কলেজ শিক্ষক, ছাত্র অবিভাবক সবাই। করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন ক্লাস এক যুগন্তকারী পদক্ষেপ, যার কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সাফল্যের যে ধারাবাহিকতা সেটা অব্যহত থাকবে। আগামীতে শতভাগ পাসের আওতায় আনার চেষ্টা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

১২ মার্চের মধ্যে প্রাথমিকে ৬৫৩১ শিক্ষককে যোগদানের নির্দেশ

স্টাফ রিপোর্টার:

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের রায়ের পরপরই এক আদেশে অধিদপ্তরকে এই নির্দেশ দেয় মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) নিয়োগপত্র জারি এবং ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকালে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় গ্রুপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো।

এতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের; যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের অনুকূলে ৪ মার্চ নিয়োগপত্র জারি করা হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১২ মার্চের মধ্যে যোগদান করতে হবে।
প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ ১৩ মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম