নবীনগর থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পরিশ্রমী ও মাঠের সংবাদকর্মীদের আস্থা ভরসার নাম নবীনগর থানা প্রেসক্লাব।

আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এমন আত্মপ্রত্যয়ী একঝাঁক তরুণ সম্মেলিত ভাবে ২০২০ সালে প্রতিষ্ঠা করেন নবীনগর থানা প্রেসক্লাব। তারপর থেকেই প্রত্যন্ত অঞ্চলের সব ধরণের সংবাদ সংগ্রহে অবিরত পথচলা।

শুক্রবার ১২/০৭ সকালে নবীনগর থানা প্রেসক্লাবের সর্বাধিক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ ডাকবাংলোতে সকলের মতামতের ভিত্তিতে পুর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে গঠনতন্ত্র মোতাবেক সবার পরামর্শে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় কমিটিতে কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটিতে থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমার বার্তা’র উপজেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন ডটকম এর সম্পাদক এম কে জসিম উদ্দিনকে পূনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও নুরনগর নিউজ এর সম্পাদক মমিনুল হক রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. হেদায়েতুল্লাহ (দৈনিক আমার কাগজ), সহ-সভাপতি মোঃ মাহফুজ (কালের খবর),সহ-সভাপতি বিপ্লব নিয়োগী তন্ময় (দৈনিক সবুজ বাংলাদেশ), ( যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ আহমেদ জীবন (দৈনিক একুশের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (বার্তা বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম মির্জা (দৈনিক ভোক্তা সমাচার),  সাংগঠনিক সম্পাদক কাউছার আলম (দৈনিক জবাবদিহি), সাংগঠনিক সম্পাদক এস এম অলিউল্লাহ (দৈনিক স্বাধীন বাংলা), অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ সোহেল মিয়া (দৈনিক গণমানুষের আওয়াজ, প্রচার ও যোগাযোগ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল (দৈনিক আজকের বসুন্ধরা, সহ-প্রচার সম্পাদক নিজাম উদ্দিন (দৈনিক বাংলার নবকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন শাহীন (দৈনিক গণকন্ঠ) আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আবু হাসান আপন (দৈনিক নাগরিক ভাবনা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হোসাইন ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজ),কার্যকরী সদস্য নুর মোহাম্মদ জয় (এশিয়ান টিভি), কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন (নূরনগর নিউজ)।

সাধারণ সদস্য মোঃ সফর আলী(দৈনিক বর্তমান), শ্যামল বর্মন শিমুল (দৈনিক গ্রামীণ দর্পণ),শেখ মিহাদ (দৈনিক  সংবাদ সারাবেলা), কবির হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ), কবির হোসেন (দৈনিক ইনফো বাংলা) প্রমূখ।

বছর পেরোলেও গণমাধ্যমের সংস্কার হয়নি

নিজস্ব প্রতিবেদক:

গণ-অভ্যুত্থানের এক বছর হলেও গণমাধ্যমের সংস্কার ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, তথ্য মন্ত্রণালয় বারবার সাংবাদিকদের সঙ্গে ফাউল আচরণ করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ফ্যাসিবাদের দুঃশাসনের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। সাংবাদিক সমাজ তা সহ্য করবে না। গত সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকরা সাহসী সাংবাদিকতা করছে। কিন্তু তাদের বঞ্চিত করে কথিত সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এটি সাংবাদিকরা মেনে নেবে না। আমরা যে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে হটিয়েছি তেমনি আমাদের এখনও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেসব মিডিয়াতে স্বৈরাচার দোসররা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য গঠিত হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যায্য কাজকে আমরা মেনে নেবো না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা কাদের প্রমোট করছে জাতি জানে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা যখন রাস্তায় নেমে পড়বে তখন কারও ঠাঁই হবে না।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আজ আনন্দ ও বেদনার দিন। ফ্যাসিবাদের পতনে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। গণতন্ত্র সুরক্ষা ও ফ্যাসিবাদের বিচার করতে হবে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ঠিক। আমি জানি না রাজনৈতিক দলগুলো কেন নীরব। ভারতীয় চ্যানেল কেন বন্ধ হচ্ছে না? কিছু কিছু উপদেষ্টার অপরিপক্বতা ও অজ্ঞতা দেশকে অস্থিতিশীল করে তুলছে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ছিলেন না। আমরা চাই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত করতে সরকারের বোধোদয় হবে।

সাইবার সিকিউরিটির সমালোচনা করে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরি বলেন, কালো আইন সাইবার সিকিউরিটি আজও বাতিল করা হয়নি, এটা দুঃখজনক, হাসিনার সময়ে গুম খুন হয়েছে, এখন মব চলছে। ১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমরা চাই নির্বাচিত সরকার। কিন্তু সংস্কারের মুলো ঝুলিয়ে এক বছর হলেও নির্বাচিত জনপ্রতিনিধি আমরা পাই নাই।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট আসতে দেওয়া হবে না। আর কোনো সাংবাদিকের প্রাণ হারাতে দেবো না। আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না। খুনি হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৭ বছর রাজপথে ছিলাম। আমাদের আর রাস্তায় নামাবেন না। তাহলে হাসিনার পরিণতি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংবাদিক নেতা আরফানুল আইন, মুরসালীন নোমানী, আবু সাহেহ আকন, নিজাম উদ্দিন উদ্দিন দরবেশ, আব্দুল্লাহ মজুমদার, খন্দকার আলমগীর হোসেন, কবি রফিক মাহমুদ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম