তারাকান্দায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাসুদ মিয়া,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবদলের ( আসন্ন) কর্মী সভা সফল করার লক্ষে আজ মঙ্গলবার বিকেলে উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আজাদ,

তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ড়ল,আসরাফুল আলম,ফরিদ আকন্দ, আসিকুল ইসলাম নয়ন,মোস্তফা কামাল শেখ, আজাহারুল ইসলাম মন্ডল,মোকাদ্দেছ হোসেন ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

নোয়াখালী সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তিতে রেখে ডাক্তাররা কাটলেন কেক

 

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে থাকা রোগীদের সেবা না দিয়ে বর্ষপূর্তির কেক কাটতে যাওয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। এতে দুই ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

ঘটনাটি গত ২২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের। অভিযুক্ত ডাক্তারের নাম মহিবুস সালাম সবুজ।

জানা গেছে, সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের যোগ দেওয়ার এক বছর পূর্তি হয় ডা. সবুজের। এ উপলক্ষে উদযাপন করতে কেক কাটতে যান তিনি। সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েন।

এর ফলে টিকিট কেটে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন ভোগান্তিতে। দুপুর ১২টা থেকে ২টা, টানা দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। অনেকে ডাক্তার না দেখিয়েই চলে যান।

এমন দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভুক্তভোগী পোস্ট দিলে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

আয়েশা আক্তার (৩০) নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘বর্ষপূতি পালনে অন্যান্য ডাক্তারসহ কর্মচারীরা ব্যস্ত ছিলেন। ফলে চিকিৎসা না নিয়েই বাসায় চলে আসি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মহিবুস সালাম সবুজ ‘রোগী দেখে ফোন করবেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, ‘এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম