স্টাফ রিপোর্টার:
চলমান কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের উপর আন্দোলনকারী ছাত্রদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচজন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ অন্য সদস্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আজিমপুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ইব্রাহিম খলিল নীলক্ষেত ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। যাত্রাবাড়ী শনিরআখড়ার কাজলায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করে ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ও শনিরআখড়া ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতি এড়াতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এসময় দায়িত্ব পালনকালে একজন এসআই মাথায় আঘাত প্রাপ্ত হন ও একজন কনস্টেবল পায়ে আঘাত পান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.