রাজধানীর উত্তরা থেকে জাসদ সভাপতি তথ্য সন্ত্রাসী ইনু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও  তথ্য সন্ত্রাসী হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছেন। তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার বিকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন।

তিনি জানান, ইনুকে ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা দায়ের করা হয়। মামলা নং ০৪।

হাসানুল হক ইনু সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। এ জোটের অপর সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

সাংবাদিক জেমির উপর মাদক ব্যাবসায়ী আয়শার হামলা

স্টাফ রিপোর্টার ঃ

দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার রিপোটার জেমির উপর হামলা করে আহত করেছে গেন্ডারিয়া থানাধীন গোন্ডিঘরের পাশে রেলওয়ে বস্তির মাদক ব্যাবসায়ী ও তার সাথে থাকা কয়েকজন মাদক কারবারিরা, জানাযায় ওয়ারী জোনের মহিলা মাদক ব্যবসায়ীদের তথ্য ও তালিকা নিয়ে সরেজমিন নিউজ প্রকাশ করার জন্য তথ্য উপাত্ত সংগ্রের কাজ করছিলেন জেমি আর তার তথ্য পেয়ে কাজলা এলাকার কযেকজন মাদক কারবারি দের সহযোগিতায় পরশু রাত ৯ ঘটি কার সময় জেমির কাজলার বাসায় হামলা চালিয়ে তাকে আহত করে, জেমি একা বাসায় ছিলো, সেদিন কেউ না থাকার কারনে এ-ই হামলা চালানো হয়, জেমির চিৎকারে আসে পাশের লোক এগিয়ে আসলে মাদক কারবারি আয়েশা ও তার দলবল দৌড়ে পালিয়ে যায়, এই ঘটনায় জেমি যাত্রাবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি করেন।
অন্যদিকে জানাযায় আযেশা তার সিন্ডিকেট দীর্ঘদিন যাবত দয়াগঞ্জ নামাপাড়া গুন্ডিঘর এলাকায় টেম্পু স্টেশনের পিছনে রেলের সরকারী জমি দখল করে সেখানে ঘর বানিয়ে মাদক ব্যাবসা করে আসছে, আর তাকে সহযোগিতা করছে এলাকার কিছু পাতি নেতা ও স্থানীয় পুলিশের কিছু অসৎ সদস্য আর এখানে তাকে এলাকার সবাই চিনে কিলার আয়শা নামে, সে তার বাহিনী নিয়ে যে কোন সময় যে কোন স্থানে মানুষের উপর হামলা চালাতে পারে বলে জানান এলাকার কযেকজন। বস্তিতে বেড়ে উঠা আর বস্তিতে বসবাস করা আয়েশার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরেও কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা।এই আয়েশার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার মেঘনা থানাধীন ইসলামপুর ইউনিয়নের ছালিবাঙ্গা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ২য় সন্তান।
অনেকে বলেন এই অসৎ মহিলার সাথে লেগে কে কার মান সম্মান হারাবে, সে কারনে কেউ তার বিরোদ্ধে প্রতিবাদ করেনা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম