আকাশমনি :
ঢাকার প্রাণকেন্দ্র রমনা মগবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এই মাদরাসায় বেশ কয়েক বছর বন্ধ রয়েছে ফাযিল ও কামিলের (সমমান স্নাতক ও স্নাতকোত্তর) নিয়মিত ক্লাস। এমনকি সরেজমিনে খোঁজ করলেও ক্লাস রুটিন ও হাজিরা খাতা তারা দেখাতে সক্ষম হয়নি। মাঝে মাঝে ছাত্রদেরকে লোক দেখানো অনুষ্ঠানে উপস্থিত করানো হয়। শুধুমাত্র সেন্টার পরীক্ষায় তাদের উপস্থিতি পাওয়া যায়। মাদরাসার অফিসসূত্রে জানা যায় ফাযিল ও কামিলের ছাত্র-ছাত্রী সংখ্যা দুই শতাধিক। তাদের পাঠ দানের জন্য নিয়োজিত আছেন দশজন নিয়মিত ও অনিয়মিত শিক্ষক। শিক্ষকগণ নিয়মিত বেতন গ্রহণ করলেও উদাসীনতা রয়েছে নিয়মিত ক্লাস নিতে। শিক্ষকদের উদাসীনতায় ছাত্র-ছাত্রীরাও আর ক্লাসে আসতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের মাধ্যমে জানা যায়, হোস্টেলেও রয়েছে ফাযিল ও কামিলের বেশ কয়েকজন ছাত্র, অথচ শিক্ষকদের উদাসীনতায় তারাও ক্লাসে আসেন না। শিক্ষকগণ চাইলে তারা অবশ্যই ক্লাস করবেন এবং মাদরাসার আশে পাশে ছাত্রাবাসে বসবাসকারী ছাত্ররাও ক্লাসে অংশ নিবেন বলে জানান। তথ্যসূত্রে এও জানা যায় আবাসিকের অনেক ছাত্ররা কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে। দুপুর থেকে রাত পর্যন্ত তারা ব্যক্তিগত টিউশনি নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি ও ছাত্রদের অনুপস্থিতির বিষয় নিয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: রেজাউল হকের নিকট টেলিফোনে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের নিয়মিতই ক্লাস হয় এবং শিক্ষকগণও নিয়মিত উপস্থিত থাকেন। ছাত্র উপস্থিতি কম হলেও আমরা ক্লাস বন্ধ রাখি না। তিনি আরও বলেন, যে অভিযোগটি এসেছে তা পুরোপুরি মিথ্যা। আবাসিকের ছাত্ররা নিয়মিত ক্লাস করে। কিন্তু রিপোর্ট তৈরির পূর্বে আজ আমাদের প্রতিনিধি সরেজমিনে উক্ত মাদরাসায় উপস্থিত হলে ফাযিল ও কামিলের কোনো ক্লাসরুমের অস্তিত্ব পাওয়া যায়নি, এমনকি ফাযিল ও কামিলের কোনো ছাত্রকেও উপস্থিত পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.