শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি পদ যেনো এম এ মাসুদের সোনার হরিন, তিনি এই পদে বহাল থেকে আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে অবৈধ পথে কামিয়েছেন শত শত কোটি টাকা।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে চাকুরীর সুবাদে নিয়োগ বানিজ্য, টেন্ডার বানিজ্য, বদলী বানিজ্য থেকে শুরু করে এম কোন বানিজ্য নেই যে তিনি করেন নাই।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদের কয়েক কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে প্রকাশ্য। যএ সকল সম্পদের মালিকানায় রয়েছে ওই পুলিশ কর্তার স্ত্রী ও স্কুল-কলেজ পড়ুয়া দুই সন্তান সহ আর নিজেস্ব কয়েকজন আত্নীয়ের নামে।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদ নামের ওই কর্মকর্তা বর্তমানে শিল্প পুলিশের ঢাকার উত্তরা হেডকোয়ার্টারে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই কর্মকর্তার কলেজ পড়ুয়া ছেলে এম এ তাসিন ও স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌসের নামে ঢাকার অদূরে সাভার জাহাঙ্গীরনগর কো- অপারেটিভ সোসাইটি-২ লিমিডেট এর ৩ নম্বর রোডের ১৯ নম্বর প্লটে রয়েছে ১০ শতাংশ জমি।

এছাড়া গৃহিনী স্ত্রী রুবি ইয়াসমিনের নামে সাভার ছায়াবীথি হাউজিং লিমিটেডের ‘এ’ ব্লকের ৩৬ নম্বর প্লটে আছে ৩.৩৩ শতাংশ জমি। মোহাম্মাদপুরের বসিলায় আছে ৫ কাঠার আরো একটি জমি।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদের সাভারের ধামরাইয়ে শ্বশুর বাড়ির এলাকায় ৪ দাগে ৩৯ শতাংশ ভূসম্পত্তি রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৮ থেকে ১০ কোটি টাকা। ধামরাইয়ের ওই জমির ৪ শতাংশের ওপর ইতিমধ্যে ৫ তলা বিল্ডিং নির্মাণ করেছেন এম এ মাসুদ। স্থানীয় ঠিকাদাররা জানান, এই বাড়ি নির্মানব্যায় সর্বনিন্ম ৪ কোটি টাকা উপরে ।
যা তিনি পুলিশে চাকুরী করার সুবাদে অবৈধ পন্থা অবলম্বন করে অর্জন করেছেন।

বাংলাদেশ পুলিশে চাকুরীরত এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের চাকুরীটা আমরা দেশ সেবার শপথ নিয়ে দেশের মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখি সব সময়, আর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ কর্মকরতা এম এ মাসুদের মতো কিছু কর্মকর্তা আছে যারা অসৎ পন্থা অবলম্বন করে দেশ সেবার নামে তারা নিজের আখের গোছানোর জন্য মরিয়া হয়ে পরেন।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ কর্মকর্তা এম এ মাসুদ তার সম্পদের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন । তবে তিনি জানান, পারিবারিকভাবে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন,তারা শ্যালকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে জানান।

শুশীল সমাজের একাধিক ব্যক্তির সাথে এম এ মাসুদের ব্যাপারে কথা বল্লে তারা জানা একজন পুলিশ কর্মকর্তা কতোটা দুর্নীতি বাজ,ঘুষখোর হলে দেশের মানুষ কে ঠকিয়ে নিজের আখের গোছান অবৈধ পন্থা অবলম্বন করে, আমাদের সকলের একটাি দাবী এই অসৎ পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হলে, কিছুটা হলেও একজন উচ্চ পদস্থ কর্মকর্তারা দুর্নীতি করতে ভয় পেতো।

ক্লিনারের চাকুরি নেই দখলে কোয়ার্টার তথ্য জানতে চাওয়ায় হুমকি

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাবেক কর্মকর্তা
সহিদ অবৈধ উপায়ে টাকা উপার্জন করে গড়ে তুলেছে টাকার পাহাড় নির্মাণ করেছে সিলেটে বাড়ি।

সিটি কর্পোরেশনে নিন্ম পদে চাকুরি করা সহিদ টাকার উৎস এখন সকলের কাছে প্রশ্নবিদ্ধ।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর চলাচল সকল কর্মকাণ্ড ও সম্পদের হিসাব অবৈধ টাকা উপার্জনের বার্তা দেয়। যিনি কিছু বছর আগেও সংসার চালাতে হিমসিম খেতেন এখন তিনি কেবল সচ্ছল না, হয়ে উঠেছেন কোটিপতি।

বিভিন্ন উপায়ে জানা যায়,তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তদবির ও ঘুষ বানিজ্যেয়ের কাজে লিপ্ত থেকে অবৈধ ভাবে কোটি কোটি টাকা উপার্জন করে সামান্য ক্লিনার থেকে হয়ে উয়ে উঠেছে কোটিপতি। তাঁর মাসিক বেতনের সাথে তাঁর উপার্জিত সম্পদ যেনো রুপকথার গল্পের মতো। তার অপকর্মের জন্য চাকুরি চলে গেলেও দখলে ঠিকই রয়েছে সরকারী কোয়ার্টার

দক্ষিণ সিটি কর্পোরেশন শহিদ চতুর্থ শ্রেণী কর্মকর্তাকে চাকুরীর থেকে বের করে দিয়েছে এখনো সেই সরকারি কোয়ার্টারে থাকে এই ব্যাপারে শহীদ কে সাংবাদিক মুঠো ফোনে জানতে চাইলো আপনার তো চাকুরী নেই আপনি কিভাবে সরকারি কোয়ার্টার থাকতে পারেন এমন প্রশ্ন করতেই সে সাংবাদিককে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি