গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি

রাহিমা আক্তার মুক্তা :-
১৪ বছর আগে চাকুরী হয় এই কাস্টমস অফিস পিয়ন কাওসারের। বিভাগীয় কর্মকর্তার কার্যালয় কাস্টমস, এক্সইজ ও ভ্যাট গাজীপুর বিভাগে।
অফিস পিওন কাওসারের বড় ভাই শহিদুল এলাকায় গরুর দালালী করতো সেই সুবাদে ভালো জানতো তারই বাড়ির পাশে কাস্টমস অফিসার এনায়েত গাজী।
এনায়েত গাজীর হাতে পায়ে ধরে মাষ্টার রোলে চাকুরী নিয়ে দেয় অফিস পিয়ন কাওসারকে। কয়েক বছর যেতে না যেতেই অফিস পিওন কাওসার হয়ে যায় আঙ্গুল ফুলে কলাগাছ। বরগুনা জেলার ঘট বাড়িয়া থানার হরিদ্রবাড়িয়া গ্রামে বাড়ি এই কাস্টমস এর অফিস পিওন কাওসারের।
পিতা আব্দুর রহিম খান। চাকুরী হওয়ার পূর্বে অভাব ছিলো তাদের নিত্য দিনের সঙ্গী।
নুন আনতে পান্তা ফুরানোর দশা। অষ্টম শ্রেনী পাশের সার্টিফিকেট দিয়ে কাস্টম অফিসার এনায়েত এর মাধ্যমে নেয় মাষ্টাররোলের পিওন পদে চাকুরী। গাজীপুর কাস্টমস এর অফিস পিওন কাওসার এর বর্তমান জীবন এক অন্য রকম, অফিসে সাধা-মাঠা ভাবে গেলেও তার বাহিরের জীবন বিলাশ বহুল। দু-হাত ভরে টাকা উড়ায় এই কাওসার। বুনে গেছে নামে বে নামে কোটি টাকার সম্পত্তি। বরগুনায় গ্রামের বাড়িতে অর্ধকোটি টাকা দিয়ে তুলেছেন আলিসান বাড়ি। গ্রামে ক্রয় করেছে নামে বে নামে সম্পত্তি। বরগুনার লাকুরতলা নামক স্থানে মোস্তফা চেয়ারম্যানের ভাই মোশাররফের জমি ক্রয় করে অর্ধকোটি টাকা দিয়ে।
যাহা কাওসারের স্ত্রী ফাতিমা বেগমের নামে রেজিষ্ট্রেশন করে। বরগুনার ভূত মারায় কিনেছে দুঃখী মেম্বারের জমি।
আরো রয়েছে বরগুনা মহাসড়কে পেট্রোল পাম্পের সাথে কোটি টাকা মুল্যর সম্পত্তি।
অনুসন্ধানে আরো জানা যায়,
পেট্রোল পাম্পে আশে পাশে রয়েছে আরো দুই থেকে তিনটি প্লট ।এই অফিস পিওন কাওসার
রাজধানীর উত্তরায় দক্ষিণ খানে মোল্লাবাড়ির পিছনে ক্রয় করে টিনসেট ভবন সহ বাড়ি। ২১সালে উত্তরা থেকে অফিস পরিবর্তন করে নেয়া হয় গাজীপুর জয়দেবপুরের খন্দকার কমপ্লেক্স এ।
সেখানে যাওয়ার পরে ক্রয় করে গাজীপুর জেলায় জমি।
একজন অফিস পিয়ন কাওসার যার বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা। অথচ সে বুনে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি। কি রয়েছে এর পিছনের কারণ? দুর্নীতি? তার স্যারদেরকে ম্যানেজ করে ঘুষ বাণিজ্য? এভাবেই দিনের পর দিন অফিস পিয়ন কাওসার গাজীপুরের খন্দকার কমপ্লেক্স কাস্টমসের আয়কর ফাঁকি দিয়ে যাচ্ছে সরকারকে। সরকারি অফিসে ঘুষ-বাণিজ্য যেন নিত্যদিনের সঙ্গী। ১৪ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি গড়া কি ভাবে সম্ভব একজন অফিস পিওনের? সাক্ষাৎকারে কাওসার বলে সে নাকি ব্যবসা করে। সাংবাদিকরা জানতে চাইলে, কিসের ব্যবসা করেন, সে বলে আমার ভাই শহিদুল গরুর ব্যবসা করে যার ভাগিদার কাওসার। অথচ জানা যায় তার ভাই দুই যুগ ধরে গরুর দালালী করে আসছে কাওসারের বড় ভাই। তখন তো তাদের এই হাল ছিল না?নুন আনতে পান্তা ফুরাত, রাতারাতি গরুর ব্যবসা করে কোটিপতি হওয়া যায় কি জনমনে প্রশ্ন থেকেই যায়? কিভাবে সম্ভব আঙ্গুল ফুলে কলাগাছ এই কাওসারের।
তার রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন ও উপ -কমিশনার কে এ বিষয়ে কল দিলে রেসপন্স করেনি। আমি আশা করি এটি দুদকের নজরে খুব তাড়াতাড়ি আসা উচিৎ এই বিষয়টি । দেশের কর এভাবে দুর্নীতি করে শেষ করে দিচ্ছে। কাওসারের মতো কিছু পিয়ন রাজস্ব কর্মকর্তা কমিশনার কাস্টমস অফিসার মতিউর, কাস্টমস অফিসার এনামুল, সহ বড় বড় কর্মকর্তা কর্মচারীরা লুট বানিজ্য করে রাতারাতি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক।

চলবে (পর্ব০১)

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন ওসি আবুল খায়ের

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা থানায় একাধিক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওসি আবুল খায়ের ও এসআই রায়হানুর রহমানকে ময়মনসিংহ জেলা আইজিপি’র পক্ষ থেকে পূরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ময়মনসিংহ জেলায় বিশেষ কল্যাণ সেবায় আইজিপি ও পুলিশ সুপার এ পুরস্কার প্রদান করেন। ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এসআই রায়হানুর রহমানকে এ পুরস্কার তুলে দেন।

থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩০ আগষ্ট তারাকান্দার নলদিঘি গ্রামের লাল মিয়া নামে একজন ব্যাক্তিকে অপহরণের পর হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে রাসেল মিয়া তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। ওসি আবুল খায়ের এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হানুর রহমান ঘটনার রহস্য উদঘাটন, লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

২৪ আগষ্ট ময়মনসিংহের তারাকান্দায় পরোকিয়ার জেরে অপহরণ করে হত্যার ঘটনা সংগঠিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম বাবুল মিয়ার ছেলে সোহেল রানা তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। ওসি আবুল খায়ের এর নেতৃত্বে এসআই রায়হানুর রহমান, এ এসআই রুবেল মিয়াসহ একটি অভিযান টিম ঘটনার সাথে জড়িত আসামীদের ঢাকার তুরাগ থানা এলাকা হইতে গ্রেফতার করে এছাড়াও ওসি আবুল খায়ের নিজে অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার সিধলং বিল থেকে ভিকটিমের পূতে রাখা লাশ উদ্ধার করেন। উল্লিখিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করে জনমনে পুলিশের প্রতি আস্থা ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় মাননীয় আইজিপি মহোদয় ও পুলিশ সুপার তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও গ্রেফতারী তামিলসহ অন্যান্য কাজে অভিন্ন মানদণ্ডে ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিপিএম-সেবা অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, পিপিএম (বার), পুলিশ সুপার (অপারেশন্স),খোন্দকার নজমুল হাসান, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেন, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম,ময়মনসিংহ পুলিশ সুপার, মাছুম আহাম্মদ ভূঁঞা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খালিদ বিন নূর, ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মহোদয়সহ অত্র রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের