তাফরিদ কটন মিলসের মাফিয়া এমডি সামিউল ইসলামের যত অপকর্ম

স্টাফ রিপোর্টার:

আমরা হিটলারকে জেনেছি। এ-যুগের নব্য স্বৈরশাসক সহ অনেকের অপকর্ম সম্পর্কেও জেনেছি। তবে কোম্পানির মালিক কতোটা ভয়ানক, প্রতারক, দুষ্টচরিত্র ও নাটকবাজ হয় তা হয়তো আমরা অনেকেই জানিনা। বলছি তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাফিয়া শেখ মোঃ সামিউল ইসলাম সম্পর্কে।

জীবনের শুরুতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও, পরবর্তীতে তিনি হন কোম্পানির মালিক। নিজের শ্বশুর ব্যাংকের বড় কর্মকর্তা হওয়ায় নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নেন। কিন্তু সে টাকা আর কখনো পরিশোধ করতে হয়নি তাকে। এভাবেই শেখ মোঃ সামিউল ইসলাম কয়েকটি কোম্পানির মালিক।

এবার তাফরিদ কটন মিলসের এমডি শেখ মোঃ সামিউল ইসলামের বিরুদ্ধে অপকর্ম, অনিয়ম, নারী কেলেংকারী, দুর্নীতিসহ নানা অভিযোগ তুলেছেন তারই প্রতিষ্ঠানের কর্মীরা। মাসের পর বস, বছরের পর বছর ধরে কৌশলে বেতন আটকে রাখা, স্টাফদের সাথে নিদারুণ দুর্ব্যবহার, মেয়ে স্টাফদের শরীরে হাত দেয়া সহ এমডির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে প্রতিবাদ সমাবেশ করে তাফরিদ কটন মিলস লিমিটেড এর বঞ্চিত প্রায় শতাধিক কর্মীরা।

এমডি সামিউল ইসলামের ভয়ে এ পর্যন্ত সরাসরি মুখ খোলেননি কেউ। তবে এবার তার অপকর্ম প্রকাশ হতে শুরু করেছে। তিনি কৌশলে নারী স্টাফদের শরীরে হাত দিতেন, করতেন ইচ্ছামতো ট্রান্সফার, কথা না শুনলেই করতেন ছাঁটাই।

এছাড়া পুরুষ স্টাফদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ, গায়ে হাত তোলা, বেতন আটকে রাখা তার নিয়মিত কাজ ছিলো। বিশেষ করে কোনো কর্মকর্তা একাধারে কয়েক মাস চাকরি করতে পারতো না সেখানে। বেতন আটকে কৌশলে চাকরি ছাড়তে বাধ্য করা হতো তাদেরকে।

ঘটনা এখানেই শেষ নয়। এমডি সামিউল ইসলাম স্টাফদের নামমাত্র বেতন থেকে ঠিকই সরকারের কর বাবদ টাকা কেটে রাখেন। কিন্তু তিনি কখনো সরকারের কোষাগারে তা জমা দেন না। অভিযোগ রয়েছে জাতীয় আয়কর বিভাগের অনেকের সাথে তার সুসম্পর্ক রয়েছে। কৌশলে সে সরকারকে কর না দিয়ে বছরের পর বছর ফাঁকি দিচ্ছে।

এমডি সামিউল ইসলামকে তার বিরুদ্ধে সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি। এমনকি তার WhatsApp এ sms করলেও তার রিপ্লাই করেন নি।

সবমিলিয়ে এমন কোনো অপরাধ নেই, যা সামিউল ইসলাম করেনি। তাই তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এযাবতকালে যত স্টাফদের বেতন আটকে রাখা হয়েছে তাদের প্রত্যেকের বেতন পরিশোধ করা হোক। সেই সাথে নারী কেলেংকারী সহ তার সকল অপকর্মের বিচার করা হোক।

মেঘনায় ২৫ পিস ইয়াবা সহ আটক ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলায় ২৫ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে মেঘনা থানা পুলিশ।

গতকাল (৩ মে,২০২৩) বুধবার রাত ১১:৩০ ঘটিকার সময় এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নস্থ আলিপুর ঘাট জনৈক আনোয়ার হোসেন’র মুদি দোকানের উত্তর পার্শ্বের রবি টাওয়ার সংলগ্ন কাচা রাস্তা থেকে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী উপজেলার বিনোদপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রনি মিয়া (২৩)।

এ ব্যাপারে ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের