ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের ডিপ্লোমা প্রকৌশলীর অঢেল সম্পদ

স্টাফ রিপোর্টার:

ছিলেন ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের ডিপ্লোমা প্রকৌশলী চাকরি জীবনে অনৈতিক উপায়ে হয়েছেন অঢেল সম্পদের মালিক।
মো: মনির হোসেন দীর্ঘদিন চাকরি জীবন শেষ করে গত নয় বছর আগে অবসরে গিয়েছেন। ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ে চাকরি করা কালিন সময়ে দেদারসে দূর্নীতি করে হয়েছেন টাকার কুমির।
রাজধানী ও এর আসে পাশে গাড়েছেন একাধিক সম্পত্তি।
ঢাকার বনশ্রীতে রয়েছে বিলাশবহুল ছয় তলা বাড়ি, ঢাকার ডিএনডি প্রজেক্টে রয়েছে পাঁচ কাঠা জমির উপর তিন তলা বাড়ি, গাউছিয়াতে ২৭ শতক জায়গার উপর রয়েছে মার্কেট, পূর্বাচলে রয়েছে তিনটি প্লট,আফতাব নগরে রয়েছে একটা তিন কাঠার প্লট। ছেলে মেয়েদের কে পড়িয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে,

এ বিষয়ে আমাদের প্রতিনিধি মো: মনির হোসেনের সাথে দেখা করলে তিনি প্রথমে শুধু মাত্র বনশ্রীতে বাড়ি রয়েছে বলে জানান। কথা বলার এক পর্যায়ে তিনি শনির আখড়ার পাঁচ কাঠা জমির উপর তিন তলা বাড়ি রয়েছে বলে স্বীকার করেন। গাউছিয়ার মার্কেটের কথা জানতে চাইলে তিনি জানান সেখানে সিএনজির গ্যারেজ ও টিনসেড দোকান রয়েছে।
বনশ্রীতে বাড়ি করার সময় ২১ লাখ টাকা ঋণ নিয়েছেন বলে জানান। আফতাবনগরে ও পূর্বাচলে তার কোন সম্পত্তি নেই বলে দাবি করেন।
আলাপ চারিতার সময় তার ছেলে নিজেকে উকিল হিসেবে পরিচয় দেন এবং এ বিষয়ে কোন রিপোর্ট করা হলে আইন গত ভাবে দেখে নেবেন বলে হুমকিও দেন।
সরকারের ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের ডিপ্লোমা প্রকৌশলী চাকরি কালিন সময়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে রয়েছে বিস্তার কানাঘুঁষা, এ সমস্ত সম্পদ তিনি অসৎ উপায়ে করেছেন বলে জনশ্রুতি রয়েছে।

মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে লেগুনা থেকে চাঁদা আদায়

আলী রেজা রাজু:

রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে অবৈধ লেগুনা থেকে আদায় করা হয় চাঁদা। সাভারের হেমায়েতপুর থেকে আশুলিয়ার চারাবাগ পযন্ত ৬০০ অবৈধ লেগুনা চলাচল করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে।মহাসড়কে লেগুনা চলাচলের জন্য লেগুনাপ্রতি ৪৫০ টাকা চাঁদা দিতে হয়,মহাসড়কের কয়েকটি পয়েন্টে উত্তোলন করা হয় এ চাঁদা ,এ হিসাবে মাসে ৮০ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়।
চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কে প্রক্যাশেয় দেশীয় অস্ত্র প্রর্দশন করে চাঁদাবাজরা,রফিকের নামের এক চাঁদাবাজকে দেশীয় অস্ত্র রামদা নিয়ে মহাসড়ক এমন অপরাধমূলক কর্মকান্ড করতে দেখা গেছে।মহাসড়ক লেগুনা চলাচলের কোন বৈধ রুট পারমিট নেই তারপরও দেদারসে প্রসাশনের নাকের ডগায় চলাচল করে অবৈধ এ লেগুনা,বিশেষ সংকেতিং চিহ্ন ব্যবহার করে লেগুনা থেকে চাঁদা আদায় করা হয়। সরেজমিনে অনুসন্ধান নেমে দেখা যায় সাভারের হেমায়েতপুরে রফিক নামে এক চাঁদাবাজের নেতৃত্বে কয়েকজন সদস্য লেগুনা ও অটোরিকশা থেকে চাঁদা আদায় করতে। চাঁদাবাজ রফিকের নামে ইতিপূর্বে একাধিক চাঁদাবাজির মামলা চলমান রয়েছে।একাধিক লেগুনা চালকের সাথে কথা চাঁদাবাজির তথ্য নিশ্চিত করা গেছে।চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি ও মারধরের ঘটনা বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক।সরেজমিন অনুসন্ধানে আরো দেখা যায় চাঁদাবাজ রফিক নিজেই লেগুনা থেকে চাঁদা আদায় করতে।এবিষয়ে অভিযুক্ত রফিকের কাছে জানতে চায়লে তিনি জানান,নিউজ করলে আমার প্রমোশন হবে,ছেড়ে দেন।
এবিষয়ে ট্রাফিক পুলিশের এডমিন ট্রাফিক পরিদর্শক (টিআই)শহিদুল ইসলামের কাছে জানতে চায়লে তিনি জানান,আপনি নেন না বাজে কথা বলেন কেন আপনার কিছু জানার থাকলে অফিসে আসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি