ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে ।

আজ শনিবার বিকেলে উত্তর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি। এ সময় অতরর্কিত ভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ইট,পাটকেল ছুরে মারে। অপরদিকে ট্রাক আফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিএনপির শান্তি পূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে মঞ্চ ও ৮০ টি চেয়ার ভাংচুর করা হয়েছে।

জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তার মৃত্যু হয়।
বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব করলে সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বিএসএসএমইউতে আনা হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম