পাওনা টাকা ফেরত চাওয়ায় আওয়ামীলীগ নেতা কর্তৃক বিএনপির সাবেক এমপির ছেলেদেরকে মামলায় ফাসানোর অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

গত ১৪.১০.২০২৪ ইংরেজি তারিখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষকলীগ নেতা নুরুজ্জামান বাদী হয়ে করিমগঞ্জ থানায় চাদাবাজির মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক এমপি পুত্র সাদ্দাম এবং সায়েম সহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করা হয়েছে। সাদ্দাম কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। সাদ্দামের পিতা জনাব কবির উদ্দিন আহম্মেদ (বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ-৩)
১৬.১০.২০২৪ ইং তারিখে হোটেল শেরাটনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।সেখানে তিনি বলেন বিগত ১৮ বছর যাবত আমার পরিবার জাতীয় পার্টির এমপি মজিবুল হক চুন্নু দ্বারা মারাত্তকভাবে আর্থিক,সামাজিক,রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আসছে। এখন এই সময়ে এসেও আমার পরিবার মজিবুল হক চুন্নু ও তার কতিপয় এজেন্ট দ্বারা নির্যাতনের শিকার হবে?! এই সময়ে এসেও তার এত ক্ষমতার উৎস কি? তার এজেন্ট কারা?
এই ব্যাপারে মামলার আরেক আসামি সাদ্দামের বড় ভাই তাওসিফ কবির সায়েমের সাথে কথা বললে তিনি আমাদের বলেন, তিনি অন্তত ২৫/২৬ বছর যাবত নৌকার ব্যাবসার সাথে জড়িত। ২০০৯-২০১৩ সালের মধ্যে ৮টি নৌকার অর্ধেক মালিকানা ক্রয় করে স্বাভাবিকভাবে ব্যাবসা পরিচালনা করে আসছিলাম। বিগত ২০১৬ সালে এসে তারা স্থানীয় প্রভাবশালী এমপি ও মজিবুল হক চুন্নুর প্রভাব খাটিয়ে আমাদের নৌকাগুলো জোর পূর্বক দখল করে নেয় এবং নৌকার টাকা আত্মসাৎ করে।
পট পরিবর্তনের পর আমরা স্থানীয় দরবারিদের সহায়তায় আমাদের নৌকা ও পাওনা টাকা আদায়ের চেষ্টা করি এবং তাদের বিরুদ্ধে ১৯.০৯.২০২৪ ইংরেজি তারিখে একটি মামলা দায়ের করি যা আদালতে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে তারা মজিবুল হক চুন্নু ও তার দোসরদের সহায়তায় উল্টো আমাদের নামে মিথ্যা চাদাবাজি মামলা দায়ের করে আমার ভাইকে গ্রেফতার করায়। সাদ্দামের বড় ভাই সাইফুল ইসলাম ভিপি সুমন ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, বিপুল ভোটে নির্বাচিত করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।
এলাকার বিএনপির নেতৃবৃন্দ বলেন মূলত মজিবুল হক চুন্নু ভিপি সুমনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসাপরায়ণ আচরন করে আসছে সবসময়। তাকে হত্যার ষড়যন্ত্র করেছে বারবার।একবার রাতের আধারে বাসায় ঢুকে গুলি করলে গুলি বিদ্ধ হয় তার ছোট ভাই মাসরুর আহম্মেদ রুমন, তার কিছুদিন পর আবারও ভিপি সুমন এর উপর হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হয় এবং তখন ৭টি বুলেট বিদ্ধ হওয়ার পরও অলৌকিক ভাবে সে বেচে যায়। আর এসবই হয়েছে চুন্নুর মদদে। বর্তমান পরিস্থিতিতেও মজিবুল হক চুন্নু থেমে নেই। সে তার এজেন্টদের মাধ্যমে হীন ষড়যন্ত্র চালিয়ে ভিপি সুমন কে ধ্বংস করতে চাচ্ছে এবং এই চাদাবাজির মামলা মূলত এই ষড়যন্ত্রেরই অংশ।

করিমগঞ্জ-তাড়াইলে আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় গুলি করে আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ রেহানাসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় নির্দেশদাতা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এজাহারনামীয় ৬নাম্বার আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আলমগীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে ঘটনাস্থলেই শহীদ হন তিনি।।গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহতের মা মোসা. আলেয়া বাদী হয়ে এ মামলা করেন। একটি নির্ভর যোগ্য মাধ্যম মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এ খবর প্রচারিত হওয়ার সাথে সাথে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে, এমনকি এলাকায় মিষ্টি বিতরন করার খবর পাওয়া গেছে। পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও তাদের জোটের সমস্ত দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও অদৃশ্য ও রহস্যময় কারনে তার নামে কোন মামলা হচ্ছিল না। আর এই সুযোগে চুন্নু ও তার সহযোগীরা এলাকায় প্রচার করতে থাকে যে,বিএনপির সাথে জাতীয় পার্টি জোট করে আগামী নির্বাচনে অংশ গ্রহন করবে এবং এই আসন থেকে চুন্নু জোটের নমিনেশান পাবে। এতে করে বিগত সময়ে চুন্নু ও তার বাহিনী দ্বারা নির্যাতিত মানুষের মাঝে এক রকম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। তার নিজ এলাকার অনেকেই তাকে ফ্যাসিস্ট হাসিনার একান্ত অনুগত ও পদলেহন কারী হিসেবে উল্লেখ করেন। সে বিগত সরকারের পুরোটা সময় গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে সমস্ত সুযোগ সুবিধা গ্রহন করেছে এবং অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। মাঝে মাঝে সে সরকারের সমালোচনা করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছে যা পরিস্কার ভণ্ডামি। নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের একজন সে যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার সঠিক অনুসন্ধান ও বিচারের দাবি জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ