
ইসরাফিল শেখ,(সিরাজগঞ্জ)শাহজাদপুর:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গড়ে তুলেছেন গরুর খামার!খামারের বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের এলাকা। কায়েমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজমা খাতুন এ খামার গড়ে তুলেছেন।
সরেজমিনে,স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার ভিতরের চারপাশে ঘুরে দেখা যায়,স্বাস্থ্য কর্মকর্তার কোয়ার্টারের পাশেই একটি গরুর খামার করেছেন ডা.মোছাঃ নাজমা খাতুন। সেখানে ৮টি গরু রয়েছে। এর পাশেই রয়েছে খেরের পালা অন্য পাশে ঘাস চাষ করছেন।
ওনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে না পাওয়া গেলে ওনার সাথে মুঠোফোণে কথা বললে গরুর খামারটি নিজের বলে স্বীকার করেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাঃ নাজমা খাতুন । তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, শৌখিনতার বসে খামার টি গড়ে তুলেছি। অবসর সময়ে সেগুলো দেখাশোনা করি। এতে কারো কোনো সমস্যা নেই বিধিনিষেধ থাকে তাহলে খামার তুলে (সরিয়ে) ফেলবো।’
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ আইনের ১৭ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া,সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘ ৫/৭ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে গরুর গোবর ও ঘাস খের দিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখছেন ডা. মোছাঃ নাজমা খাতুন। গোবরের পচা দুর্গন্ধের কারনে চিকিৎসা সেবা নিতে আপত্তি জানায় এলাকার রোগী। আরো জানান সঠিকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছেন না তারা। ভুক্তভোগীরা ঊর্ধ্বতম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন ডা.মোছাঃ নাজমা খাতুনের উপর দ্রুত আইনগত ব্যবস্থা দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে,শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মনিটরিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সাথে মুঠোফোণে কথা বলে জানা যায় তিনি এ বিষয়ে অবগত আছেন ডা.মোছাঃ নাজমা খাতুন কে নিষেধ করার শর্তেও স্বাস্থ্য কমপ্লেক্স অস্বাস্থ্যকর পরিবেশ করে চলেছে অদৃশ্য ক্ষমতাবান বেপরোয়া ডা.মোছাঃ নাজমা খাতুন।
এ বিষয় ডা.মোহাম্মাদ আলী উপ পরিদর্শক ডা.আইনুল হক এর সাথে কথা বলতে বলেন।তবে এবিষয়ে ড.আইনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে এর দ্রুত সঠিক সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানান।