চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের বোলাররা। অবশেষে প্রোটিয়ারদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে দলীয় ২৫ রানে এই জুটি ভাঙার সুযোগ পায় বাংলাদেশ।
হাসানের বলে দে জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। যার ফলে জীবন পান টনি ডি জর্জি। জীবন পেয়ে এইডেন মার্করামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন টনি ডি জর্জি।
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বলে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম। আউট হওয়ার আগে করেন ৫৫ বলে ৩৩ রান। তার বিদায়ে ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙল প্রোটিয়াদের।
বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।
সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.