ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নয়া কমিটি গঠন

এম,এ,এস হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টারঃ

ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি করা হয়েছে। ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের (২০২২) কার্যনির্বাহী কমিটির সম্মেলন শেষে নতুন কমিটিতে মোঃ আবু তালেবকে সভাপতি শেখ ফরিদকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২১ মার্চ) ঢাকা কলেজের হল রুমে এক বছর মেয়াদী ২০২২ সালের নতুন (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান হৃদয়, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম রব্বানী, আশরাফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোরসালিন বিল্লাহ, মোঃ আরিফ, মোঃ বাপ্পি, সাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম ফয়সাল অন্তর, আল মামুন, সারোয়ার হোসেন শান্ত, মোঃ ইসমাইল, মোঃ রাসেল, মোঃ মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক জে এস মিজান, শিবলী সাদিক লিসান, শামসুল আলম, এইচ এম সেলিম, হোসাইন মোহাম্মদ সেলিম, আমানত আলী, জাহিদ হাসান, আইয়ুব আলী, মোঃ ইয়াসিন, কাদির কিবরিয়া রনি, প্রচার সম্পাদক মাসুদ কবির, উপ-প্রচার সম্পাদক মোঃ জাহিদ মিয়া, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, উপ-দপ্তর সম্পাদক নয়ন কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহেদ আলী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদুজ্জামান রনি, উপ-অর্থ সম্পাদক সৌরভ পারভেজ লিমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম রেজা, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাশরিফ খোকন, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সাব্বির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ নাঈম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক রাকিব, উপ আইন বিষয়ক সম্পাদক আসিফ, সহ সম্পাদক জুনাইদ আহমেদ জুয়েল, তাসনিমুল হক প্রান্ত, জুয়েল, রনি, সবুজ, সদস্য মোঃ হাসান, মোঃ রশিদ, মোঃ রাফিল, মোঃ নিশাদ, মোঃ সিফাত, মোঃ ফজলুল, মোঃ আসাদ, মোঃ সারোয়ার।

নবগঠিত এ কমিটির সফলতা কামনা করে স্বাগত জানিয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন সংগঠন,কলেজের ছাত্র ও শুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

বাউফলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ।

মুন্নি বেগম, পটুয়াখালী জেলার প্রতিনিধি।

 

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজে আইসিটি বিষয়ের প্রভাষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনটিআরসিএ ওই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক হিসেবে ভরত কুমার বিশ্বাসকে ২০২৪ সালের ১৫ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ দেয়। কিন্তু ভরত কুমার নির্ধারিত সময়ের প্রায় ২০ দিন পর একই বছরের ০৪ মে যোগদানের জন্য কলেজে যান। তখন গভর্নিং বডি নিয়মবহির্ভূত ভাবে ভরত কুমারকে নিয়োগপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় এনটিআরসিএ’তে কলেজের তৎকালীন গভর্নিং বডি ভরত কুমারের যোগদানের জন্য সময় বৃদ্ধির আবেদন করেন। ওই সময় গভর্নিং বডির সভাপতিকে পাশ কাটিয়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাত ও সরকারি কর্মকর্তার স্বাক্ষর জালসহ নানা কারনে বরখাস্ত হওয়া কলেজের অধ্যক্ষ এস এম জহিরুল ইসলামকে ম্যানেজ করে জালিয়াতির আশ্রয় নিয়ে ভরত কুমার ২০২৪ সালের ০৮ এপ্রিল প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ০৯ এপ্রিল ভরত কুমার কলেজে এসে চলে যান।

ওই সময়ে কলেজের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা আক্তার বলেন, ‘নির্ধারিত সময়ের ২০ দিন পর ভরত কুমার আমার কাছে যোগদানের জন্য আসেন। আমি তার সুপারিশপত্র রিসিভ করে রেখে দেই। তখন গভর্নিং বডি ভারত কুমারের নিয়োগের বৈধতা দেওয়ার জন্য সময় চেয়ে এনটিআরসিএতে আবেদনের সিদ্ধান্ত নেয়। পরে কবে কখন কিভাবে তার নিয়োগ হয়েছে তা আমি জানিনা। অনিয়ম ও জালিয়াতির বিষয়টি নিয়ে কলেজের গর্ভনিং বডির তৎকালীন সভাপতি শাহ আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালকের বরাবর অভিযোগ দাখিল করেন।

গভর্নিং বডির সাবেক সভাপতি শাহ আলম বলেন, আমি সভাপতি থাকাকালীন একজন শিক্ষককে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দুর্নীতিবাজ অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম জালিয়াতির আশ্রয় নিয়ে এ কাজটি করেছেন। আমি জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ভরত কুমারের এমপিও বাতিলের দাবি করছি। আর জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত অধ্যক্ষ এসএম জহিরুল ইসলামের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জানার জন্য শিক্ষক ভরত কুমারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

কলেজের অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম বলেন, ভরত কুমারকে নিয়ম কানুন মেনে বৈধ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের কোনো সত্যতা নেই।

 

সবা:স:জু- ৭৬৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের