তারিখ লোড হচ্ছে...

সাপ্তাহিক অগ্রযাত্রার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ সম্মাননা অনুষ্ঠান আয়োজিত

অনলাইন ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে আজ (২৫ মার্চ শুক্রবার)। অগ্রযাত্রা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব এর সভাপতিত্বে দুপুর ২ টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর কাউন্সিলর ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক অগ্রযাত্রা’র প্রকাশক প্রকৌশলী শরীফ আহমেদ সহ আরো অনেকেই। আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা৷ এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া ৭ শহীদকে অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে মরোনত্তর ” স্বাধীনতার অমর সূর্য সন্তান” পদক -২০২২ইং তুলে দেয়া হয় শহীদ পরিবারদের হাতে৷

অগ্রযাত্রা- স্বাধীনতার অমর সূর্য সন্তান পদক প্রাপ্ত ৭ শহীদ হলেন-

১/ শহীদ এসআই আব্দুর রহমান
৪ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

২/ শহীদ তোফায়েল ইলাহী চৌধুরী
১৩ এপ্রিল ১৯৭১সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৪/ শহীদ আবুল হাসানাত চৌধুরী।
১৩ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৫/ শহীদ সৈয়দ সিরাজুল আবদাল।
সম্ভাব্য ১৯ মে সিলেটের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ নৌফেল
৯ ডিসেম্বর, ১৯৭১ সালে ফরিদপুরের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ হিরণ্য কুমার দত্ত
১৯৭১ সালের ২ জুন চট্রগ্রামের রণাঙ্গনে শহীদ হন।

৭/ মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাক
(আগরতলা ষড়যন্ত্র মামলার ১৪ নম্বর আসামী)
২০০৪ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।

এছাড়াও অগ্রযাত্রা’র পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উদ্দীপনামূলক “অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক -২০২২ ইং তুলে দেয়া হয় আরো ২৫ জনকে।

অগ্রযাত্রা কর্মদীপ্ত পদকপ্রাপ্ত ২৫ জন হলেন:-

১/ খায়রুল আলম
যুগ্ম সম্পাদক,
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

২/ আলী কদর পলাশ
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক এই আমার দেশ

৩/ শহীদুল আলম
সম্পাদক ও প্রকাশক , দৈনিক সময়ের সংবাদ

৪/ মোহাম্মদ মাসুদ
সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ

৫/ খালেদ সাইফুল্লাহ
সম্পাদক ও প্রকাশক-
দৈনিক ডিজিটাল সময়

৬/ সাঈদুর রহমান রিমন
সিনিয়র রিপোর্টার ও (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ),
দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

৭ / আমিনুল ইসলাম ফিরোজ
বরিশাল ব্যুরো প্রধানঃ এশিয়ান টেলিভিশন ,
চেয়ারপার্সন- বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট

৮/ গিরিধর দে
প্রতিষ্ঠাতা ও পরিচালক –
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

৯/ সীমান্ত সজল
বিশিষ্ট নাট্যনির্মাতা

১০/ জিল্লুর রহমান

পেঁয়াজের কেজিতে কমল ১৫-২০ টাকা

অনলাইন ডেস্কঃ

গতকাল সোমবার থেকে আমদানির অনুমতি পাওয়ার পরপরই আসতে শুরু করেছে পেঁয়াজ। এর প্রভাবে বিভিন্ন জেলায় কেজিতে ১৫-২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। ১০০ টাকা থেকে নেমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।

আমদানিকারকরা বলছেন, বন্দরে আসা পেঁয়াজ সারা দেশের বাজারে পৌঁছে গেলে দাম আরও কমবে।

সোমবার (৫ জুন) সকালে আমদানির অনুমতি দেওয়ার পর দুপুর থেকেই বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে আসতে থাকে পেঁয়াজ। পেঁয়াজ আমাদানি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ৫৭টি ট্রাকে পেঁয়াজ আসে ১১শ টন।

সোমবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাকে আসে আরও ৬৩ টন পেঁয়াজ। পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন তারা। বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসে ৭ ট্রাক পেঁয়াজ।

বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন ট্রাকে আমদানি হয় ৭৫ টন পেঁয়াজ। আমদানিকারক জুয়েল বলছেন, প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে আমদানি করেছেন তারা।

অস্বাভাবিক দাম বাড়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।

language Change
সংবাদ শিরোনাম