দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কারকাজ।

সভায় জাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে জাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার জাকাত বিতরণ হয়। এই জাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।

সবা:স:জু-৪৬৯/২৪

সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে সাবেক দুই মন্ত্রীর ছেলেবোন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারও রয়েছেন।

সোমবার (৩০ জুন) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মঙ্গলবার (০১ জুলাই) সিদ্ধান্তের বিষয়টি জানাজানি হয়।

আদেশে লেখা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি সংবিধি ২০২২-এর ধারা ১৪-এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্ত পাঁচজন হলেন— সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ছেলে সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বোন উপকলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, নোয়াখালীর পৌরসভার সাবেক মেয়র সহিদ উল্লাহ খানের বোন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন।

অপর দুইজন হলেন- সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোসাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ। এরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।অব্যাহতিপ্রাপ্ত ডা. মাহিদ বিন আমীন জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার চিঠি পেয়েছেন। এ বিষয়ে করণীয় কি তা ভেবে দেখছেন।

তবে এ বিষয়ে জানতে উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের