বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার: 

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

জানা গেছে, রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে।

আহত পুলিশ সদস্যের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘মেডিকেল লিভে আমার স্বামী বাড়িতে এসেছিলেন। জানুয়ারির ৫ তারিখে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। গত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনেই অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত তাঁর বাম হাতে দুটি ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতরাত আড়াইটার দিকে তাঁকে ঢামেকে আনলে চিকিৎসক তাঁকে ভর্তি দেন।’

চিকিৎসকের বরাত দিয়ে সুমি আক্তার বলেন, ‘চিকিৎসক বলেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তাঁর অপারেশন হবে।’ কান্নাজড়িত কণ্ঠে সুমি আক্তার বলেন, ‘আমার একটি মাত্র মেয়ে আছে। আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে আনা হলে তাঁকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাঁকে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি।

সবা:স:জু- ৪৭১/২৪

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অনশন, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার॥

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে কলেজটির মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা অনশনে বসেন।

এদিন সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১.তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
২.তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
৩.অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ। অন্যথায় শিক্ষার্থীদের শতভাগ আবাসিক খরচ বহন করা।
৪.২০২৪-২০২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দু’টি বিষয় আইন ও সাংবাদিকতা সংযোজন।
৫.একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।
৬.শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ।
৭.আন্তর্জাতিক মানের শিক্ষাদান নিশ্চিত করার জন্য গবেষণাগার নির্মাণের উদ্দেশ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘সাত দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম