মাথাহীন ‘তরুণীর’ দেহ পোড়াচ্ছিলেন যুবক

স্টাফ রিপোর্টার: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে দেহের সঙ্গে কোনো মাথা ছিল না। হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি পাতা পুড়তে দিয়েছেন। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দেন।

এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে ওই গর্তে গিয়ে মরদেহ পুড়তে দেখেন। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ নাকি মহিলা তা বোঝা যাচ্ছে না।

সবা:স:জু- ৫১৪/২৪

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি কুমিল্লা॥

কুমিল্লার সদর দক্ষিণে বিদেশি পিস্তল ও গুলিসহ কাউছার হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক কারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন কাউসার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা