আবাহনীর প্রধান কোচ হান্নান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার।

সর্বশেষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এবার যোগ দিলেন নতুন পেশায়।

বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

 

সিডনি টেস্টের মাঝপথে হাসপাতালে বুমরাহ

খেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ পেলো ভারত ক্রিকেট দল। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে রীতিমতো উড়ছিলেন জাসপ্রিত বুমরাহ। এবারের বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার।রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টের নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল জাসপ্রিত বুমরাহর কাঁধে।

তবে দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর চোট নিয়ে মাঠ ছেড়েছেন এ পেসার। হয়েছেন হাসপাতালেরও শরণাপন্ন। তাতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরে।

সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দিন ব্যাটারদের ব্যর্থতায় ১৮৫ রানে আউট হলেও, দ্বিতীয় দিনে বোলাররা চমক দেখিয়ে দলকে ৪ রানের লিড এনে দিয়েছে।

তবে স্বস্তির দিনে বড় অস্বস্তি অধিনায়ক ও দলের তারকা পেসারের ইনজুরির শঙ্কা। দ্বিতীয় দিনের শুরু থেকেও চনমনে ছিলেন ‍বুমরাহ। আগের দিন উসমান খাজাকে আউট করার পর আজ শুরুতে সাজঘরের পথ ধরান মার্নাস লাবুশেনকে।

এদিন মধ্যাহ্ন বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহ কোথায় এবং কীভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতের পক্ষ থেকেও কিছু জানা যায়নি। সাজঘরে তাকে পরীক্ষা করেন ভারতের টিম চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। বুমরাহ মাঠ ছাড়লেও তার অনুপস্থিতি টের পেতে দেননি মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও নীতিশ কুমার রেড্ডি। তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছে। তাতে ১৮১ রানে থেমেছে অজিদের প্রথম ইনিংস। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত, সিরিজ সমতায় ফিরতে সিডনিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

 

সবা:স:জু- ৬২৯/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি