ঘুষ না দিলে সিলগালা হুমকি  কর্পোরেশন কর্মকর্তা হারুন, সহযোগিতায় কথিত আওয়ামী লীগ নেতা জাফর

নিজস্ব প্রতিবেদক :

চাঁদা নেওয়ায় ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ হারুন ও জাফরের নামে ।

মাসিক মিটিংয়ে নির্ধারণ হয় মাসিক চাঁদার হার সিটি কর্পোরেশনের হারুন ও হলুদ সাংবাদিক জাফর । রাজধানীর গুলশান-বনানী এলাকায় প্রায় অর্ধশতাধিক স্পা সেন্টার রয়েছে। অভিযোগ আছে, এসব সেন্টার পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে স্পার আড়ালে চালায় অনৈতিক কাজ। স্পা সেন্টারের ধরনভেদে প্রতি মাসে ৪০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার বা তারও অধিক টাকা চাঁদা দিতে হয়। ফলে ওইসব স্পা সেন্টারের ভেতরে কী হয়, তা নিয়ে আর প্রশ্ন ওঠে না।

তবে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনারের (ডিসি) ‘নাম ভাঙিয়ে’ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হলুদ সাংবাদিক পরিচয় দেওয়া জাফর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বরাবর একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে।

গুলশান-বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য অবৈধ স্পা সেন্টার। বাইরে নাম হেয়ার কাটিং সেলুন, বিউটি পার্লার থাকলেও এসবের ভেতরে চলছে জমজমাট ‘দেহব্যবসা’ ও মাদক কারবার। আবার এ অনৈতিক কাজগুলো সাপোর্ট দিচ্ছে হলুদ সাংবাদিক জাফর, সিটি কর্পোরেশনের হারুন

অবশ্য এর বিনিময়ে তারা বড় অঙ্কের চাঁদা আাদায় করছেন স্পা সেন্টারের মালিকদের কাছ থেকে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গুলশান-বনানী এলাকায় প্রতি মাসে প্রায় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা চাঁদার বাণিজ্য হয় স্পা সেন্টার ঘিরে। প্রতিটি স্পা সেন্টারে মাসিক মিটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয় মাসিক চাঁদার হার। পরে ভাগ করে দেওয়া হয় কে কত পাবে সিটি কর্পোরেশন হারুন কত আর হলুদ সাংবাদিক জাফর কত ।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক স্পা মালিক বলেন, মাসে পুলিশকে দিতে হয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এরপর হলুদ সাংবাদিক জাফরকে দিতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা, রাজনৈতিক দল, এলাকার লোকজনসহ নানা সময়ে দিতে হয় বিভিন্ন অঙ্কের চাঁদা। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় হলুদ সাংবাদিক জাফর ও সিটি কর্পোরেশনে হারুন, আবার রাজনৈতিক পটপরিবর্তনে কেউ কেউ এ অবৈধ ব্যবসা লুটপাটে উঠেপড়ে লেগেছে। নতুন করে এ ব্যবসায়ও জড়াচ্ছে অনেকে।

সম্প্রতি ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনারের (ডিসি) নাম ভাঙিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে হলুদ সাংবাদিক পরিচয় দেওয়া জাফর নামে এক বিরুদ্ধে। একটা ভিডিওতে দেখা গেছে, সাংবাদিক পরিচয় দেওয়া জাফর একটি স্পা সেন্টারে বসে টাকা গুনছেন।

এক ভুক্তভোগী (স্পা সেন্টারের মালিক) অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয় দেওয়া জাফর ও তার সহযোগী সিটি কর্পোরেশনের হারুন হলুদ সাংবাদিক জাফর । তিনি নিজে স্পা সেন্টারের মালিক হয়েও নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ৫ আগস্টের পর হঠাৎ সাংবাদিক বনে যান জাফর। তার নামে গুলশানসহ ঢাকার বিভিন্ন থানায় বেশ কিছু প্রতারণার জিডিও রয়েছে।

সংশ্লিষ্ট আরেক ব্যবসায়ী বলেন, মোবাইল ফোনে জাফর বলেন, তোমাদের স্পা সেন্টারে দেহব্যবসা হয়। আর এ ব্যবসা অবৈধ। তুমি যদি গুলশানে স্পা ব্যবসা করতে চাও, তাহলে ডিসি-ওসি, থানা-ফাঁড়িসহ ও সিটি কর্পোরেশনের টাকা হারুনকে আমার মাধ্যমে দিতে হবে।

এই বিষয়ে জাফরকে ফোন দিলে তিনি বলেন স্পা থেকে চাঁদা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে জাফর বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে কয়েকটি স্পা সেন্টার বন্ধ হয়ে যায়। স্পা সেন্টার বন্ধর পেছনে আমার হাত রয়েছে এমনটা মনে করে ব্যবসায়ীরা তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’

টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দৈনিক আমাদের মাতৃভূমি কে একটি স্পা সেন্টার নিয়ে নিউজ করায় আমি মীমাংসা করতে যাই। কিন্তু মীমাংসা করতে না পাড়ায় পরবর্তীকালে আবার টাকা ফেরত দেওয়া হয়।

এদিকে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা নেওয়া ও ডিএমপি কমিশনার বরাবর অভিযোগের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যা ৬টায় গুলশান বিভাগের ডিসি তারিক মাহমুদকে একাধিকবার মোবাইলে ফোন ও এসএমএস দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অভিযোগে বলা হয়েছে, জাফরের সঙ্গে ডিসির বডিগার্ড মেহেদীর গভীর সম্পর্ক রয়েছে। গত নভেম্বরের ১৯ তারিখে বিকেলে বনানীর ‘টাইম আউট’ রেস্টুরেন্টে মেহেদী ও জাফর ও সিটি কর্পোরেশনের হারুন বনানীর স্পা সেন্টারের মালিকদের সঙ্গে মিটিং করেন। ওই মিটিংয়ে মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়।

টিকটকের রমরমা বাণিজ্যে দিশেহারা তরুণ সমাজ

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশে ‘টিকটক’ অ্যাপের ব্যবসা বাড়াতে হঠাৎ করেই দেশের শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে শুরু করা হয়েছে প্রচার-প্রচারণা। নাচ-গান-সিনেমার সংলাপ কিংবা রান্নার রেসিপিও মিলছে টিকটক ভিডিওতে। তবে, টিকটকের অশ্লীল ভিডিও, মাদক সেবনসহ আপত্তিকর বিভিন্ন ভিডিওর কারণে যখন দক্ষিণ এশিয়ার দেশগুলো টিকটককে একে একে বন্ধ করা শুরু করেছিল, সেই নিষেধাজ্ঞা কী করে অতিক্রম করল টিকটক? অনুসন্ধানে জানা যায়, বড় অঙ্কের লেনদেনে বাংলাদেশে নির্বিঘে কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিকটক। এ দেশে টিকটকের রমরমা বাণিজ্যে দিশেহারা যুবসমাজ।

রুচিহীন ভিডিও দিয়ে ডিজিটাল দুনিয়ায় অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজের পরিচিতি পাওয়ার প্রবণতাকে ভয়াবহ মানসিক অসুস্থতা বলছেন মনোবিদরা। টিকটক একদিকে যেমন অশ্লীল রুচিহীন কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে, অন্যদিকে তৈরি করছে মানসিক বৈকল্য।

গুলশানে এক রিকশাচালক বাসের সঙ্গে পাল­া দিয়ে রিকশা চালাচ্ছিলেন। এর মধ্যেও মোবাইল ফোনে সচল রেখেছেন টিকটক অ্যাপ। রিকশা চালাচ্ছেন আর পছন্দের গানের সঙ্গে ক্রমাগত মুখোভঙ্গি করে ঠোঁট মিলিয়ে যাচ্ছেন। ভিডিওটি আপ হলে লাইক, শেয়ারের বন্যা বইবে বলে ধারণা তার। ঝুঁকিপূর্ণ এ কাজ করতে গিয়ে ঘটতে পারত বড় দুর্ঘটনা।

২০১৬ সালে চীনে টিকটকের জন্ম হলেও সেখানে এখন এটির ব্যবহার অনেক কম। অথচ বাংলাদেশে এই অ্যাপটি জনপ্রিয়তায় এক নম্বরে।

সামাজিকমাধ্যমে লেখালেখি করা রাজীব নূর বলেন, আমি গত দুই মাস ধরে নিয়মিত এক ঘণ্টা করে টিকটক দেখেছি। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। টিকটক অন্য এক দুনিয়া। ইয়াবার চেয়ে কোনো অংশে কম নয় টিকটক নেশা। দুই-একটা উদাহরণ আমি দিচ্ছি। একজন বয়স্ক লোক টিকটক করছেন। পঞ্চাশের উপরে তার বয়স। লাল চুল, লাল দাড়ি। নাগিন নাচ দিয়ে এই লোক টিকটক করছেন। অতি কুৎসিত তার অঙ্গভঙ্গি। কোনো রুচিশীল মানুষ এরকম অঙ্গভঙ্গি করতে পারে না।

আরেকজন আছে এরকম বদ টিকটকার। অসুস্থ ও প্রতিবন্ধী দাদা বিছানায় শুয়ে আছেন। দাদার জীবন যায় যায় অবস্থা। টিকটকার অসুস্থ দাদার চার পাশে ঘুরে ঘুরে নেচে নেচে টিকটক করছে। সে প্রচুর লাইক পেয়েছে। তার ফলোয়ারও প্রচুর। কথা হলো এখানে এত লাইক দেওয়ার কী আছে? কারা এখানে লাইক দিচ্ছে? ছেলেটা বাজে মানসিকতার পরিচয় দিয়েছে। এই টিকটক প্রজন্ম পাগল হয়ে গেছে। রিকশায় টিকটক করছে, বাথরুমে টিকটক করছে, বাস, গাড়ি, সিএনজি অটোরিকশা, ফাস্টফুডের দোকান, শপিংমল, ফুটপাত, রান্নাঘর, অফিস, বারান্দা, পার্ক, বাইক এমন কোনো জায়গা বাদ নেই যেখানে টিকটক করছে না। এটা অসুস্থ মানসিকতার লক্ষণ। এই প্রজšে§র ছেলেমেয়েদের অভিভাবকরা কি দেখছে না? কোন দিকে যাচ্ছে তাদের সন্তান? এদের ভবিষ্যৎ কী? এদের কথা কেউ ভাবছে না কেন?

ফেরদৌস আল মোত্তাকিন এবং টিকটক : ২০২২ সালের ১৭ জানুয়ারি বগুড়া জেলার ফেরদৌস আল মোত্তাকিনকে টিকটকের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্স অফিসার হিসাবে নিয়োগ দেয় কোম্পানিটি। মূলত বাংলাদেশ, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নীতি-নির্ধারকদের সঙ্গে টিকটকের হয়ে সুসম্পর্ক তৈরি করে, নিষিদ্ধ হওয়া ঠেকানো এবং ইতিবাচক প্রচারণা বাড়িয়ে টিকটক কোম্পানির ব্যবসা বাড়ানোর দায়িত্ব দেয়া হয়। দুবাই অফিসে নিয়োগপ্রাপ্ত ফেরদৌস আল মোত্তাকিন চাকরির সুবাদে পরিবারসহ থাকছেন সেখানে।

সম্প্রতি সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশে নতুন করে টিকটক ব্যবসা চাঙ্গা করতে বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের টাকা দিচ্ছে কোম্পানিটি। যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এই অ্যাপটি এ দেশে যেন বন্ধ করে দেওয়া হয় তার দাবি উঠেছে সচেতন মহলে।

ফেরদৌস আল মোত্তাকিনের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল ধরলেও টিকটকের প্রসঙ্গ এড়িয়ে যান।

কে এই ফেরদৌস আল মোত্তাকিন? আর কেনইবা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে টার্গেট বানিয়ে দেশে দেশে গিয়ে টিকটকের হয়ে নীতিনির্ধারকদের বাগে আনার দায়িত্ব দেওয়া হলো তাকে?

বগুড়া সদরের জহুরুল নগরের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ফেরদৌস মোত্তাকিন ওরফে তুশার ২০০৮ এবং ২০০৯ সালে অবৈধ ভিওআইপি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এমন অভিযোগ করেছেন বগুড়ার স্থানীয় জনগণ। বগুড়ার বিভিন্ন ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঠকিয়ে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ভিওআইপি ব্যবসার অবৈধ টাকা দিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অ্যাস্যুরেন্স সিটি অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ সিঙ্গাপুরের ব্যাংকে একাধিক এফডিআর করেন ফেরদৌস আল মোত্তাকিন। আফ্রিকার একটি মোবাইল কোম্পানি জিএসএমএ’তেও চাকরি করতেন তিনি। হঠাৎ করে তার শত কোটি টাকার মালিক হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

অনুসন্ধানে জানা গেছে, ট্রাভেল এজেন্সি ‘ভিসাথিং’-এর চেয়ারম্যান ফেরদৌস মোত্তাকিন আদম ব্যবসার সঙ্গেও জড?িত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রোমানিয়া ইনফরমেশন হেল্প ফর বাংলাদেশি’ নামের একটি প্রাইভেট গ্র“পে ফেরদৌস আল মোত্তাকিনের ব্যবসা প্রতিষ্ঠান ভিসাথিং-এর প্রতারণা ও জালিয়াতি নিয়ে লাইভ প্রচার করা হয় গত ১১ জুন, ২০২৩ বাংলাদেশ সময় রাত ৮টায়। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন-টুয়াবের সদস্য (সদস্য নং-২৬১) ফেরদৌসের বিরুদ্ধে আদম ব্যবসা ও প্রতারণার অভিযোগ মেলে। ফেরদৌসের অবৈধ সম্পদের তদন্ত চান ভুক্তভোগীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম