ইফতারের আগে যেসব আমল করা যায়

স্টাফ রিপোর্টার:

রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। রমজানে আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে সারাদিন উপবাস করেন মুসলমানরা। সূর্য ডোবার পরে সুন্নত তরিকায় ইফতার পালন করেন রোজাদার। ইফতারের সময় কিছু আমল ও গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। প্রত্যেক রোজাদারের জন্য যা পালন করা দরকার।

ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা

আল্লাহ কাছে অনেক পছন্দনীয় কাজের একটি হলো- ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ-তাহলিল ও তাওবা-ইসতেগফার করার মাধ্যমে অপেক্ষা করা। ইফতারের সময় বান্দার সব চাওয়াগুলোই আল্লাহ পূরণ করে থাকেন।

বেশি বেশি ইসতেগফার পড়া

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

নিচের দয়াটিও বিশেষভাবে পড়া যায়

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।’

অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য; হে আল্লাহ! আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।’ (ইবনে মাজাহ)

ইফতারের সময় বিশ্বনবি যে দোয়া করতেন

হজরত মুয়াজ ইবনে যুহরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন, তখন এ দোয়া পড়তেন-

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

ইফতার করার পর বিশ্বনবির দোয়া

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হলো।’ (আবু দাউদ, মিশকাত)

কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এ দোয়াটি পড়া

উচ্চারণ : আকালা ত্বাআমাকুমুল আবরারু, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকাতু, ওয়া আফত্বারা ইংদাকুমুস সায়িমুন।’ (আবু দাউদ)

সময়মতো ইফতার করা

সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সুন্নত। ‘সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম।’ (বুখারি)

খেজুর দিয়ে ইফতার করা

খেজুর দিয়ে ইফতার করা নবিজির সুন্নত। তবে খেজুর না পেলে কিংবা না থাকলে তবে সাদা পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম।

 

টঙ্গী আরিচপুর তরুণ সমাজের উদ্যোগে ৩ য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হাফসা আক্তারঃ

গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ শনিবার রাতে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর বৌ-বাজার রেল লাইন সংলগ্ন আরিচপুর তরুণ সমাজের উদ্যোগে ৩ য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে। উক্ত অনুষ্ঠানে হযরত মাওলানা মুফতি এরশাদুল্লাহ এর সভাপতিত্বে -মুফতি মুহাম্মাদুল্লাহ রাহমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন-হযরত মাওলানা জিকরুল্লাহ খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-হযরত মাওলানা ওমায়ের কোব্বাদী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী ও মুফতি ইব্রাহিম খলীল রাহমানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন(বি এ) জনাব মোঃ শাহ আলম রিপন,কাউন্সিলর ৪৫ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার-কাউন্সিলর ৫৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, এস এম রুহুল আমিন মনি সরকার-সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর, মোঃ হৃদয় চৌধুরী যুবলীগ নেতা বিমান বন্দর থানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন আরিচপুর তরুণ সমাজের সম্মানিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক-মোঃ জীবন সিকদার, মোঃ বিপ্লব, মোঃ জসিম উদ্দিন, মোঃ বশির মিয়া, মোঃ শাহাবুদ্দিন, মোঃ রাকিব মিয়া, মোঃ সাগর মিয়া, মোঃ মাসুম মিয়া সহ এলাকার হাজার হাজার ধর্ম প্রাণ মুসলিম ভাই ও বোনেরা। মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম