পিরোজপুরে চলছে অনুমোদনহীন বহুতল ভবন তৈরি উৎসব ; ভবিষ্যৎ নগরায়ণ হুমকিতে

 

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি বিধি বিধান আর নিয়ম নীতির তোয়াক্কা না করে পিরোজপুরের স্বরূপকাঠি পৌর এলাকায় অনুমোদনহীন মনগড়া নকশায় নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ফলে দূর্ঘটনার ঝুঁকিতে পড়ার আশংকা বাড়ছে আশপাশের প্রতিবেশীদের।

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার জগন্নাথকাঠী মহল্লায় চলছে এই বহুতল ভবনের নির্মাণকাজ । এলাকার প্রভাবশালী মোঃ মঞ্জুর মোর্শেদ এই ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে ভবনের প্রথম তলার বেজ ও কলম ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এক তলার ছাদ ঢালাইয়ের বাকী কাজের প্রস্তুতি চলছে।

প্রতিবেশীদের আপত্তির কারণে মাঝখানে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়। এরপর অনেকটা তোড়জোড় করেই শুরু হয়েছে ভবন তৈরি কাজ।
প্রতিবেশীরা জানান, ৫ শতাংশ জায়গার ওপর মনগড়া নকশায় এই ৫তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। এ জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি,অথবা প্রয়োজন মনে করেননি। কারন প্রভাবশালী আর কালো টাকার মালিকেরা ক্ষমতার দাপটে বিশ্বাস রাখেন, তারা নিজের ভূলটা দেখতে পান না, হয়তো দেখতেই চান না।
অবৈধভাবে ভবন নির্মানকাজ বন্ধ রাখা প্রসঙ্গে গত ২৯/০৮/২২ ইং তারিখে স্বরূপকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন স্বাক্ষরিত একটি নোটিশ ভবন মালিক মোঃ মঞ্জুর মোর্শেদ বরাবর প্রেরণ করা হয়েছে । ওই নোটিশে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখারও অনুরোধ জানানো হয়।
গত ২৭/০৭/২২ ইং তারিখে বাদী মোঃ মুহীদুল ইসলামের মোকদ্দমা নম্বর ১১৯/২২ এর আলোকে মোঃ মঞ্জুর মোর্শেদ (রফিক) পিতাঃ মোঃ জ্ব্বার হাওলাদার, সাং- আরামকাঠী, পোস্ট -শান্তিরহাট, উপজেলা -নেছারাবাদ, জেলা-পিরোজপুরকে, ০৭ কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন অত্র পিরোজপুর সহকারী জজ আদালত । সকল আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালী মহলটি। তার এহেন কর্মকান্ডে প্রতি অসন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান,সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি কঠোরভাবে আইনি পদক্ষেপ গ্রহন না করেন তবে, ভবিষ্যতে অনুমোদনহীন বহুতল ভবনগুলো নগর পরিকল্পানায় সকলের গলার কাটা হয়ে উঠবে এবং সেই সাথে সবচেয়ে ঝুকিপূর্ণ নগরী হিসেবে বসবাসের অনুপোযোগী হয়ে উঠবে।

বিএনপির কর্মীরা পল্টনে যেভাবে রাত পার করছেন

মোহাম্মদ মাসুদ :
আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন। তারা স্লোগানের ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সময় পার করছেন। সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তারা ফুটপাতে ঘুমাচ্ছেন।

নয়াপল্টনে রাত বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। কার্যালয়ের পাশের অলিগলি ও ফুটপাতে অবস্থান করছেন তারা। দোকান ও ভবনের বাইরে মেঝেতে শুয়ে-বসে রাত পার করছেন। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একটি কাভার্ড ভ্যানে নিপুণ খাবার নিয়ে আসেন পল্টনে।

সমাবেশ ঘিরে ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের পোয়াবারো। নয়াপল্টনে নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে তারা দোকান সাজিয়েছেন। নেতাকর্মীদের কেউ খেয়েদেয়ে সময় কাটান, কেউ স্লোগান গল্পগুজব, কেউ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি, ভিডি ও লাইভ করে সময় কাটান।

পুরুষের পাশাপাশি হাহার হাজার  নারী নেত্রীদেরকেও নয়াপল্টনে স্লোগান আর প্রতিবাদে কণ্ঠে সরব থাকতে দেখা গেছে। রাতেও নয়াপল্টনে থাকবেন তারা। আয়েশা সুলতানা নামে একজন জানান, তারা কয়েকজন মিলে খুলনা থেকে এসেছেন। উঠেছেন এক আত্মীয়ের বাসায়। সেখানেও পুলিশ হানা দেয়। তাই পুলিশের গ্রেফতার এড়াতে নয়াপল্টনেই রাত কাটাচ্ছেন।

নয়াপল্টনে যারা রাত কাটাচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী। তারা এক দফা দাবি আদায়ে কেন্দ্র থেকে জোরালো কর্মসূচি চাচ্ছেন।
এদিকে কাকরাইল এলাকায় পুুলিশ অভিযানের নামে ব্যাপক ধরপাকর চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের