বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়াতে চাওয়া সেই তামান্না গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আলোচিত জোড়া খুন মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ‘চলমান জোড়া খুন মামলার অংশ হিসেবে তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’

এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে তামান্নার স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামান্না টাকার বান্ডিল ছুড়ে সাজ্জাদকে দ্রুত জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘মামলা থাকলে গ্রেফতার হবেই, কিন্তু ১০–১২ দিনের মধ্যেই আমার স্বামী জামিনে বের হয়ে আসবে।’

ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রতিপক্ষদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতদিন আমরাই পালিয়ে ছিলাম, এবার পালানোর পালা তোমাদের। খেলা শুরু হবে এখন।’

উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় দুজনকে। নিহতদের একজনের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাজ্জাদ, তামান্না এবং আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারসহ একাধিক কারণে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এসব বিষয় মাথায় রেখেই তদন্তে অগ্রসর হচ্ছে পুলিশ।

হোমনায় বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন

মোঃ আবুল কালাম আজাদ,হোমনা :
কুমিল্লার হোমনায় দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার একুশে সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় ছলিমউদ্দিন রাজিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র এড মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এর পরিচালক মোঃ গোলাম মোস্তফা,
উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (সিডি) মোঃ ফছিহ্উর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা,আবুল খায়ের (সি এ এল টি) উপজেলা কাব লিডার,মোঃ আবুল কালাম আজাদ সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউট, হোমনা উপজেলা, মুক্তিযোদ্ধা মুমিনহক মোল্লা, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ৮নং ইউপি ওয়ার্ড সদস্য মোঃ রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিগন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের