লালবাগে রাস্তা মেরামতে ধীরগতি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

লালবাগে রাস্তা মেরামতে ধীরগতি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগরের লালবাগ থানাধীন শহীদ নগর ২৪ নম্বর ওয়ার্ডের ৫ নং গলিতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা মেরামতের কাজ দীর্ঘদিন যাবৎ অস্বাভাবিক ধীরগতিতে চলছে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেনের কাজ শেষ হলেও এখনো রাস্তার ঢালাই কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায় গাড়ি, রিকশা তো দূরের কথা-জরুরি রোগী বহনের জন্য কোনো পরিবহন প্রবেশ করতেও পারছে না। এতে অনেক সময় অসুস্থ রোগীকে হেঁটেই হাসপাতালে নিতে হচ্ছে, যা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীরা আরও জানান, রাস্তার বেহাল দশার কারণে কোথাও কোথাও ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, আর এই আবর্জনার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের আশঙ্কাও বাড়ছে।

বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদারের নিয়োজিত কর্মকর্তাকে বারবার জিজ্ঞাসা করা হলেও সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা কাজ সম্পন্ন হওয়ার তারিখ জানানো হয় না। বারবার নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হয়েছে, দ্রুত ঢালাই কাজ সম্পন্ন করে রাস্তা চলাচলের উপযোগী করা হোক, যাতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্টাফ রিপোর্টার:
মনে রাখতে হবে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট সাধারণত বন্ধ থাকে।

বন্ধ থাকবে যেসব দোকানপাট:

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

বন্ধ থাকবে যেসব মার্কেট:

মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম