ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম এখন বিসিএস ক্যাডার

ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম এখন বিসিএস ক্যাডার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে ১৫ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন মোঃ রেজাউল করিম। পিতা মোঃ জাফর ইকবাল এবং মাতা রাজিয়া বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী। তাদের একমাত্র কন্যা রেহনুমা করিম রাদিফা। রেজাউল করিমের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। তার ভাই মোঃ সোহানুর রহমান বর্তমানে বিবিএ করছে এবং ছোটো বোন জান্নাতুল ফেরদৌস জেরিন বিবাহিত।

ছোটথেকেই রেজাউল করিম মেধাবী ছাত্র ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক এবং সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ২০০৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার প্রথম কর্মজীবন শুরু হয় ৩০ জুন ২০১৯ সালে জনতা ব্যাংক পিএলসি সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায় তিনি চাকুরীর পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি ৩৮ তম বিসিএস পরীক্ষায় (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে তিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, লংগদু, রাঙ্গামাটিতে যোগদান করেন।

তিনি বর্তমানে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বরকল, রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, কম্পিউটার-নথিপত্র পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র, কম্পিউটার, ব্যালট বাক্স ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে অফিসের হিসাব শাখার একটি রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সকালবেলা দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী তার কাজ করতে গিয়ে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে অন্যদের বিষয়টি জানালে সবাই মিলে হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন মূল স্টোরে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

ঘটনার সময় অনেকে ঘুমিয়ে থাকায় প্রাথমিকভাবে কেউ তা বুঝতে পারেননি। যদিও সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবুও নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি