
ডেস্ক রিপোর্ট:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন আরও একজন শিক্ষার্থী। সাহিল ফারাবি আয়ান (১৪) নামের এ শিক্ষার্থী রাত পৌনে ২টার সময় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। রোববার (২৭ জুলাই) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইন্সটিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন।
তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এদিকে গতকাল রোববার (২৭ জুলাই) বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন রোগীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অপরজন উদ্ধারকর্মী। আইসিইউতে ভর্তি ৪ জনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।