নারায়ণগঞ্জে ধ র্ষ ণ মামলার আটক-২

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আটক-২

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতাঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুইজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব।

আটককৃতরা হলেন-মো.শরীফ মিয়া (১৯) তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং মো.মোস্তাফিজুর রহমান (২২) তিনি ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের গোলাম মোস্তুফা ফকিরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শরীফ মিয়া স্কুলে যাওয়া আসার সময় এক শিক্ষার্থীকে প্রায় সময় বিরক্ত করতো। গত ১৩ জুন ভিকটিমকে তাঁর বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ১৫ জুন ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিলেন। বৃহস্পতিবার (১ লা আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব তাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে আটক করে।

অপর আসামি মোস্তাফিজুর রহমান কলেজ পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২০ মে রাতে মেয়ের বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে গত ২২ জুলাই আদালতে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর বাসন থানা এলাকা থেকে মোস্তাফিজুরকে গত (১লা আগস্ট) নয়টার দিকে গ্রেপ্তার করে র‌্যাব।

দুই আসামিকে আটকেরর বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.সামসুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টঙ্গীতে মহাসড়ক দখল করে চাঁদাবাজি এ যেনো দেখার কেউ নেই

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব থানার ৫৭নং ওয়ার্ডের টঙ্গী বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে চাঁদাবাজি টঙ্গী বাজার বাস স্ট্যান্ডে থেকে শুরু করে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত চাঁদাবাজদের দখলে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে এই সব চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ধরনের দোকান বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

অনুসন্ধানে দেখা যায় সুলতান মার্কেটের সামনে ও মিতালী পাম্পের সামনে থেকে সিএমবির জায়গা থেকে শুরু করে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৩/৪ শত বিভিন্ন ধরনের দোকান পাঠ বসিয়ে প্রতি দোকান থেকে ২৫০/৩৫০শত টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একাধিক দোকান মালিক সাথে কথা হলে তারা জানায়, টঙ্গী বাজার হকার্স সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী ওরফে বস্তা আলী, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ ওরফে বেগ শামীম এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ওরফে বাট্টু কবির এই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে প্রতিদিন ফুটপাতের দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করে যাচ্ছে।

আরো জানা যায়,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ফুটপাতে চাঁদাবাজি। দোকান মালিকরা আরও জানায় স্থানীয় কাউন্সিল এর নাম ভাঙ্গিয়ে তারা মহাসড়ক দখল করে বিভিন্ন ধরনের ভ্যান যোগে ও চৌকি বসিয়ে বাচ্চাদের পোশাক,লুঙ্গির দোকান, পুরাতন কাপড়ের দোকান,প্যার্ন্টের দোকান, মহিলাদের পোষাক,ফলের দোকান, সবজির সহ প্রতিদিন চাঁদা আদায় করে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এই বিষয়ে টঙ্গী বাজার হকার্স সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সাথে দেখার করার কোন সুযোগ হয়নি এবং মুঠোফোনে একাধিক যোগাযোগ করার চিষ্টা করলেও করার যায়নি।

এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন এর অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খানের সাথে একাধিক বার মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম