কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সংবাদদাতা:

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা , মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন,
জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী দায় এড়াতে পারেন না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে