নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি

নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি

নাটোর সংবাদদাতা:

নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান। সকাল সোয়া ১০টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন নেতা প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

এ বিষয়ে ডিবির ওসি মো. হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। তিনি দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের আরও ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।

শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি সংগঠিত

 

আতিকুজ্জামান (শার্শা) যশোর :

যশোরের শার্শায় রাতের আঁধারে ওষুধ ফার্মেসীর চালের টিন কেটে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে।চোরেরা এসময় দোকানের চালের টিন কেটে নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ড চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছে।

মঙ্গলবার (৭ মে) রাতে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে ঔষধ ব্যবসায়ী বিল্লাল হোসেনের ব‍্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ফার্মেসীতে এ চুরির ঘটনাটি ঘটে।

ফাতেমা ফার্মসীর প্রোপ্রাইটার বিল্লাল হোসেন বলেন, গতকাল হঠাৎ বৃষ্টি হওয়ায় আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলেযায় কিন্তু ঐ সময় আমার দোকানে থাকা নগদ ৩লক্ষ টাকা নিতে খেয়াল ছিল না। আমি সকালে এসে দোকান খুলে দেখি পিছনে অতিরিক্ত পরিস্কার তখন আমি মনে করি পিছনের লাইট জ্বলছে কিন্তু আমি পিছনে এসে দেখি দোকানের চালের টিন কাটা। তখন আমি সামনে এসে দেখি ড্রয়ার ভাঙ্গা এবং ড্রয়ারের ভিতরে থাকা নগদ ৩ লক্ষ টাকাসহ অনেক গুলো মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়েগেছে। তিনি আরও বলেন আমার দোকানের পাশেই বাজারের নাইটগার্ড থাকে তাহলে কিভাবে আমার দোকান থেকে চুরি করে পালিয়ে যায় চোর।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে