পেশকারের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

পেশকারের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লায় এক সাংবাদিককে যৌন হয়রানি, প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. গোলাম কবিরের বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে নারী সাংবাদিক মোসা. সালমা আক্তারের ওপর এ সকল নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী সমাজ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক মোসা. সালমা আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে ‘দৈনিক ভোরের সময়’ পত্রিকার কোর্ট প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আদালতের বিজ্ঞাপন বিভাগ থেকে পলাতক আসামিদের বিজ্ঞপ্তি সংগ্রহের সূত্রে পেশকার গোলাম কবিরের সঙ্গে তার পরিচয় হয়। সালমার অভিযোগ, একপর্যায়ে পেশকার কবির তাকে চা খাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে চলন্ত অটোরিকশার ভেতরে অশালীনভাবে স্পর্শ করেন। এসময় তিনি চিৎকার শুরু করলে চালক গাড়ি থামিয়ে দেয় এবং তিনি দ্রুত নেমে যান।

তিনি জানান, ঘটনার পর থেকে পেশকার কবির তাকে ফোন ও হোয়াটসঅ্যাপে বারবার হুমকি দেন। শারীরিক সম্পর্কে রাজি না হলে পত্রিকায় আর কোনো বিজ্ঞাপন দেওয়া হবে না বলেও জানানো হয়। এছাড়া তাকে ‘শেষ করে দেওয়া হবে’ এমন ভয়ভীতি দেখানো হয়, যাতে কোনো প্রমাণ না থাকে। অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরাও একাধিকবার তার বাসায় গিয়ে ভয় দেখিয়েছে বলেও অভিযোগ করেন সালমা আক্তার।

সালমার ভাষ্য অনুযায়ী, শুধু হুমকি দিয়েই থেমে থাকেননি পেশকার কবির। তিনি নানাভাবে সালমার নামে অপপ্রচার চালাচ্ছেন এবং তার ব্যক্তিগত শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাকে ফাঁসাতে চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্টে অজ্ঞাত এক ব্যক্তির নামে তিতাস থানায় তার বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, গোলাম কবির নিজেকে জুডিশিয়াল পেশকার হিসেবে প্রভাব খাটিয়ে আমার ওপর অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও নাকি তার কথায় চলে। আমি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছি।

সাংবাদিক সালমা আক্তার এ বিষয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং যৌন হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিকার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেসমিন চৌধুরী স্বপ্না, সদস্য এড. সাবেরা আলাউদ্দিন হেনা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম রাসেল, প্রচার সম্পাদক আসলাম সিদ্দিক, এবি পার্টির আহ্বায়ক গোলাম মুহাম্মদ সামদানীসহ আরও অনেকে।

ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগদুদকে মামলা

কুমিল্লা প্রতিনিধি॥
ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগপ্রায় আড়াই কোটি টাকা তিনজন মিলে আত্মসাতের অভিযোগে ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা ও কলেজের দুই স্টাফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটির বাদী কুমিল্লা দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোঃ নাজমুস সাদাত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হক।
মামলার অপর দুই আসামি হলেন কলেজের সাবেক হিসাব রক্ষক ও বর্তমানে প্রধান সহকারী মোহাম্মদ আবদুল হান্নান এবং অফিস সহকারি কাজে জাহাঙ্গীর আলম।
প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি একই বছরের জুন মাসের ১১ তারিখ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন বিয়ার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন,অনুসন্ধান কালে দেখা যায়, প্রফেসর রতন কুমার সাহা, আব্দুল হান্নান ও কাজী জাহাঙ্গীর আলম কলেজের ৪৪টি খাতের অন্যতম বিভিন্ন পরীক্ষা, উন্নয়ন, ল্যাবরেটরি, মিলাদ, পূজা, ব্যবহারিক, ম্যাগাজিন, শিক্ষা সফর, অত্যাবশ্যকীয় কর্মচারী তহবিল ও বিভিন্ন খাত থেকে ভুয়া চাহিদা পত্র বিল ভাউচার ও অনিয়ম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।
আরো উল্লেখ করা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মোড় ৪৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ভিন্ন বিষয় বা খাত ভিত্তিক আর্থিক আয় ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। তার মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড এর তিনটি হিসাব কুমিল্লা কর্পোরেট শাখা ও একটি হিসাব কুমিল্লা শিক্ষা বোর্ড শাখায় এবং অবশিষ্ট ৪০টি হিসাব পূবালী ব্যাংক লিমিটেড ভিক্টোরিয়া কলেজ শাখার মাধ্যমে পরিচালিত। অনুসন্ধানে প্রাপ্তর রেকর্ড অনুযায়ী, প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান কালে ৪৪টি ব্যাংক হিসাবে স্থিতি ছিল সাত কোটি ১৫ লক্ষ ২৯ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ২০১৯ সালের ১১ই জুন পরবর্তী অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভুঁইয়ার নিকট দায়িত্ব অর্পণ কালে ওই স্থিতির পরিমাণ ছিল ৫ কোটি ৫৩ লক্ষ ৫৮ হাজার ৫৪৬ টাকা। এই তথ্য পেয়ে কলেজের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উত্থাপিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর পরই ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পর্যায়ের পাঁচ জন শিক্ষক সমন্বয়ে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেন। কমিটি তাদের প্রতিবাদনে ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন তহবিল, ২২টি খাতের আয় ব্যয় পর্যালোচনা শেষে এগুলোতে বিল ভাউচার নেই, এমনকি ব্যয়ের অস্তিত্ব নেই, সংশ্লিষ্ট বিভাগের বা কমিটির রিকুইজিশন নেই, মালামাল গ্রহণ বা বিতরণের প্রমাণ নেই কিংবা বিধিমতাবেক ক্রয় অর্থ ব্যয় হয়নি বলে উল্লেখ করেন। তারা প্রফেসর রতন কুমার সাহা কর্মকালীন বিভিন্ন আর্থিক অনিয়ম ও আত্মসাৎ এর তথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির করা করা অভিযোগ সংশ্লিষ্ট ব্যয় ভাউচার সমূহ এবং খরচের চাহিদা পত্র যাচাইসহ সেগুলোতে স্বাক্ষরকারী এবং চাহিদা প্রদানকারী কর্মচারী ও শিক্ষকগণের লিখিত বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন উল্লেখ করা হয় – ভাউচারে রিকোজেশনের স্বাক্ষর তাদের নয়। প্রকৃতপক্ষে না হলেও বা ব্যয়ের ভিত্তি না থাকা সত্ত্বেও ভাউচারগুলো পাস করে ব্যয় দেখানোর মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট রতন কুমার সাহা, হিসাব রক্ষক আব্দুল হান্নান এবং ক্যাশিয়ার কাজী জাহাঙ্গীর আলমের পরস্পর যোগ সাজশে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা ২কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯৬০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীমান হয়।
দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানান, মামলাটি তদন্ত করতে এখন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি মামলার তদন্তে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেয়ার সেগুলো পর্যায়ক্রমে করে যাবেন। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যা যা করণীয় তার কোন ব্যতয় ঘটবে না।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী