সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণসামগ্রী অপসারণ করতে নেমে ৪ জন শ্রমিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রবিউল ইসলামের একজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে।

আরাভকে গ্রেফতারের তথ্য নেই পুলিশের কাছে: আইজিপি

অনলাইন ডেস্কঃ

স্বর্ণ ব্যবসায়ী রবিউল ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে এমন কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। তবে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি।

ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে, আসামির ভারতীয় পাসপোর্ট থাকায় কীভাবে দেশে ফেরানো যায় সে চেষ্টার কথাও বলেন তিনি।

বনানীর রেস্তোরা থেকে বিএনপির ৫৩ নেতা কর্মী আটক প্রসঙ্গে আইজিপি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ এন্ড ক্রাইম এবং বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজমের ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাসবাদ দমনে এমন কর্মসূচী কার্যকর ভূমিকা পালন করার কথা জানান আইজিপি।

সূত্রঃ যমুনা টিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম