কুমিল্লায় শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি শাহিন আলম গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শাহিন আলম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবিদ্বার সার্কেল মো. শাহিনের নির্দেশে এসআই মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত শাহিন আলম কসবা উপজেলার কায়েমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টার দিকে কসবা থানার খাদলা এলাকায় মামলার ৭ নম্বর আসামি নিলুফা আক্তারের (৪০) বাড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন শাহিন আলম। নিলুফা আক্তার, যিনি শাহিনের খালা, তার সহযোগিতায় শাহিন ভুক্তভোগী তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে ঘরে নিয়ে যায় এবং সেখানে ঘটনাটি ঘটে।

এরপর ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ও অপহরণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।

এএসপি দেবিদ্বার সার্কেল মো. শাহিন জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেঘনা উপজেলা প্রেসক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘মেঘনা উপজেলা প্রেসক্লাব’র ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ এপ্রিল দ্বিবার্ষিক নির্বাচনে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ মে,২৪) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি করা হয়।

দুই (২০২৪-২০২৫) বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও দৈনিক বাংলা খবর প্রতিদিনের প্রতিনিধি মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন- দৈনিক ভোরের সূর্যোদয়ের মো. মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠের মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তার নাইমুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের মো. ইমাম হোসেন, অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের মো. আলম শাহ অয়ন, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের কাগজের মো. ইব্রাহীম খলিল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নাজমুল হোসেন, ১নং কার্য নির্বাহী সদস্য দৈনিক কাল বেলার মো. আলাউদ্দিন ও ২নং কার্য নির্বাহী সদস্য বিজয় টেলিভিশনের মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা দৈনিক সংবাদ পত্রিকার মেঘনা প্রতিনিধি আব্দুল মালেক ও নির্বাচন কমিশন মো. আলম শাহ অয়ন নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের